সংবাদদাতা, বনগাঁ : মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগে বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরের একটি দোকান বন্ধ করে দিল পুরসভা। অভিযোগ পাওয়ামাত্র অন্য কাউন্সিলরদের নিয়ে হাসপাতাল চত্বরে হাজির হন পুরপ্রধান গোপাল শেঠ। অভিযুক্ত দোকানে গিয়ে জলের বোতলগুলি পরীক্ষা করে অভিযোগের সত্যতার প্রমাণ মেলে।
আরও পড়ুন-রক্তাক্ত আফগানিস্তান
এরপরই বনগাঁ থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে। পুরপ্রধান গোপাল শেঠ বলেন, ‘প্রসূতি বিভাগে ভর্তি এক রোগীর আত্মীয় মেয়াদ-উত্তীর্ণ জল বিক্রির অভিযোগ জানান। সঙ্গে সঙ্গে আমরা এসে দেখি বোতলের গায়ে হাতে লেখা তারিখ দেওয়া রয়েছে। বেশির ভাগ জলের মেয়াদ-উত্তীর্ণ হয়ে গিয়েছে। তার উপরে নতুন করে লেভেল সাঁটানো হয়েছে। আমরা দোকানের লাইসেন্স বাতিল করে দিলাম৷ পুলিশকে বলেছি বিষয়টি তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’ পাশাপাশি হাসপাতাল এলাকার একাধিক দোকানে তল্লাশি চালান পুর-প্রতিনিধিরা।