রক্তাক্ত আফগানিস্তান

এক তালিবান সদস্যকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, হজরত জাকারিয়া মসজিদের ভিতরে যে বিস্ফোরণ ঘটেছে তাতে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন

Must read

ফের সন্ত্রাসবাদী হামলা আফগানিস্তানে। বুধবার কাবুলের একটি মসজিদ এবং তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই জোড়া হামলায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা অনেক। এক তালিবান সদস্যকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, হজরত জাকারিয়া মসজিদের ভিতরে যে বিস্ফোরণ ঘটেছে তাতে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন-আরবির দাবিতে উত্তাল বিশ্বভারতী

অন্যদিকে মাজারি শরিফে তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ২০ জনেরও বেশি। হতাহতরা সকলেই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মানুষ। কোনও জঙ্গি সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে তালিবান সরকারের অনুমান। ঘটনার পিছনে রয়েছে সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

Latest article