আরবির দাবিতে উত্তাল বিশ্বভারতী

বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আরবি নিয়ে পড়ার সুযোগ নেই। বিভাগীয় প্রধান ওয়াসিফ আহমেদ এ ব্যাপারে মন্তব্য করেননি।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন :  বিশ্বভারতীতে যখন আকাদেমিক কাউন্সিলের বৈঠক চলছে, সেই সময় বলাকা গেটের কাছে আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করার দাবিতে উত্তাল হল বিশ্বভারতী। বোলপুর ও পার্শ্ববর্তী এলাকার স্কুলপড়ুয়ারা বিক্ষোভে শামিল হয়।

আরও পড়ুন-বন্ধ স্কুলে চালু কোচিং সেন্টার

বছরখানেক আগেই কাউন্সিল আরবি ভাষা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগে পঠনপাঠনের মঞ্জুরি দিলেও আরবি, ফার্সি, উর্দু ও ইসলামিক স্টাডি বিভাগের গাফিলতিতে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগ চালু হয়নি। শিক্ষক নিয়োগ, ছাত্রছাত্রী ভর্তি নিয়েও বিজ্ঞপ্তি নেই। শুধুমাত্র ফার্সিতেই স্নাতক ও স্নাতকোত্তর বিভাগ চালু আছে। আন্দোলনকারীদের দাবি, সরকার সিউড়ি বিদ্যাসাগর কলেজে আরবিতে স্নাতক ও স্নাতকোত্তর চালু করেছে। অথচ বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আরবি নিয়ে পড়ার সুযোগ নেই। বিভাগীয় প্রধান ওয়াসিফ আহমেদ এ ব্যাপারে মন্তব্য করেননি।

Latest article