সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদের ইসলামপুর নলবাট্টা এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক যুবক। নাম সানারুল শেখ (২২)। সোমবার রাতে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-বাজির বলি দুই
সোমবার ইসলামপুরের নলবাট্টায় এক মাদ্রাসায় ধর্মীয় গানের অনুষ্ঠান চলাকালীন সানারুল সেখান থেকে বেরিয়ে পাশে একটি অন্ধকার জায়গায় এসে কারও সঙ্গে ফোনে কথা বলছিল। সেই সময় পিছন থেকে কেউ একটি সকেট বোমা ছোঁড়ে। সানারুলের ডান হাত ও পিঠের বেশ কিছুটা অংশ গুরুতরভাবে জখম হয়। আওয়াজ শুনে দর্শকরা গিয়ে উদ্ধার করে।
সানারুলের প্রতিবেশী আমিরুল শেখ জানিয়েছেন, সানারুল কেরলে শ্রমিকের কাজ করে। কয়েকদিন আগে বাড়িতে এসেছে অসুস্থ বাবার চিকিৎসার জন্য।
আরও পড়ুন-এই প্রজন্মের সেরা বিরাট, দাবি চ্যাপেলের
পুলিশের অনুমান, ওই যুবক একজনকে খুন করার উদ্দেশ্যে ওই অনুষ্ঠানে গিয়েছিল সকেট বোমা নিয়ে। অসাবধানে তা তার হাতেই ফেটে যায়। ওই যুবকের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। ওর অত্যাচারে দুই স্ত্রী ছেড়ে গিয়েছে। বিস্ফোরণের ঘটনায় পুলিশ সানারুলের বিরুদ্ধে এফআইআর করেছে। সুস্থ হলেই তাকে গ্রেফতার করা হবে।