নয়াদিল্লি : ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখেল। তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন ২০০৩ অনুযায়ী অবৈধ। মামলার আবেদনে সাকেত গোখেল আরও দাবি করেছেন, ২০২০ সালে একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি করা যাবে না। তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানোর বিষয়টিকে চ্যালেঞ্জ করেই তৃণমূল নেতার মামলা।
আরও পড়ুন-জগজীবনকে শ্রদ্ধা জানাতে মোদির পাশে প্রয়াত জেটলিও! ট্যুইটের ছবি কাণ্ডে তোলপাড়
শীর্ষ আদালতের মামলায় সাকেত গোখেল উল্লেখ করেছেন, ২০২১–এর ১৭ নভেম্বর ইডি অধিকর্তার পদে যোগ দিয়েছিলেন সঞ্জয় মিশ্র। গত ১৭ নভেম্বর তাঁর নতুন করে নিয়োগ পাওয়ার দিন পর্যন্ত বার্ষিক স্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্য বা ইমোভাবল প্রপার্টি রিটার্ন আপলোড করেননি তিনি। অথচ সিভিল সার্ভিস অফিসারদের ৩০ নভেম্বর ২০২০-র মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য আপলোড করার সময়সীমা ছিল। সাকেতের দাবি, কেন্দ্রীয় সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও নিজের মোট সম্পত্তির হিসেব প্রকাশ করতে পারেননি এমন ব্যক্তির ইডি অধিকর্তা পদে মেয়াদ বৃদ্ধি হল কীভাবে?