নিরাপত্তা পরিষদে উদ্বেগ ভারতীয় বিদেশমন্ত্রীর

Must read

প্রতিবেদন : তালিবানরা কাবুল দখল করার পর এই প্রথম বিভিন্ন জঙ্গিগোষ্ঠী সম্পর্কে মুখ খুললেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, আল-কায়েদা, হাক্কানি জঙ্গিগোষ্ঠীর সদস্যরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে নিষিদ্ধ হাক্কানি জঙ্গিগোষ্ঠীর তৎপরতা গত কয়েকদিনে অনেক বেড়েছে।

আরও পড়ুন- দুই ছবি আফগানিস্তানে একদিকে সন্ত্রাস, অন্যদিকে প্রতিরোধ

সরাসরি কারও নাম না করে জয়শঙ্কর বলেন, আমাদের প্রতিবেশী এক দেশে আইএসআইএল খোরাসানের মতো জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেড়েছে। তারা সংগঠনকে আরও বাড়াতে চাইছে। আফগানিস্তানের কথা টেনে বিদেশমন্ত্রী বলেন, কাবুলিওয়ালার দেশে যা হয়েছে তাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। জঙ্গিদের জন্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা আজ বিপন্ন। জঙ্গি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়শঙ্কর করোনাকেও টেনে আনেন।

আরও পড়ুন- জোট শক্ত করতে কোর কমিটির সংবিধান হোক চান মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, করোনা মহামারীর ক্ষেত্রে যা সত্যি, সন্ত্রাসবাদের ক্ষেত্রেও তাই। আমরা যদি সকলে নিরাপদে না থাকি, তাহলে কেউই সুরক্ষিত নয়। কিছু দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিকে নষ্ট করছে। তাদের দু’মুখো নীতি সন্ত্রাসবাদকে নির্মূল করার পথে বাধা তৈরি হচ্ছে। জয়শঙ্করের কথায়, ‘‘আমরা দেখছি যাদের হাতে নিরীহ মানুষের রক্ত লেগে রয়েছে, তাদের অতিথি করে রাখা হচ্ছে। কোনও যুক্তিতেই সন্ত্রাসবাদকে মেনে নেওয়া যায় না। আমরা এতদিনে এটাও বুঝতে পেরেছি যে সন্ত্রাসবাদের সঙ্গে কোনও ধর্ম, জাতি বা জাতিগত গোষ্ঠীর সম্পর্ক নেই। আটকে থাকা ভারতীয়দের ফেরানো অগ্রাধিকার৷’’

Latest article