প্রতিবেদনঃ সোমবার দুপুরে রাজ্যের স্কুল-কলেজ খোলার দাবিতে কলেজ স্ট্রিটে মিছিল করে বামপন্থী ছাত্র ইউনিয়নের সদস্য, সমর্থকরা। কিন্তু মিছিল চলাকালীন হঠাতই মিছিলের একাংশ সংগঠনের পতাকা নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ক্যাম্পাসে ঢুকে শ্লোগান দিতে থাকে। অভিযোগ, যারা ক্যাম্পাসে ঢুকেছিলেন তাঁরা অধিকাংশই বহিরাগত, পড়ুয়া নয়। করোনা সংক্রমণের কারণে কিছুদিন ধরেই বন্ধ রাজ্যের স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে মিছিলকারীরা কীভাবে কার অনুমতি নিয়ে (Presidency University) ক্যাম্পাসে ঢুকল তা নিয়ে প্রশ্ন তুলেছে টিএমসিপি। আর গেটা ঘটনা নিয়ে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের নীরবতাও বিতর্ক আরও বাড়িয়েছে। অতীতে ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকা নিয়ে অভিযোগ তোলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ম এদিন কোন অদৃশ্য কারণে নীরব রইলেন প্রশ্ন তৃণমূল ছাত্র পরিষদের।