বাধ্য হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটার থেকে ব্লক করেছি : মমতা

Must read

ইতিমধ্যেই রাজ্য-রাজভবন সংঘাত পৌঁছে গিয়েছে দিল্লির দরবারে। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনখড় সম্পর্কে নালিশ জানিয়েছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার।

আরও পড়ুন – বাংলার রাজ্যপালকে সরান, রাষ্ট্রপতিকে বললেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় 

তার মাঝেই রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন ট্যুইটারে এমন অসাংবিধানিক, অনৈতিক কথা বলতেন মনে হত আমরা চাকর বাকর, বন্ডেড লেবার৷ পরামর্শ নয়, উনি যেন আমাদের নির্দেশ দিতেন৷ অথচ আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার৷ আর উনি মনোনীত হয়েওসবার মাথার উপরে সুপার পাহারাদারহয়ে গেছেন৷’

মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, প্রত্যেক দিন রাজ্যপাল সরকারি অফিসারদের  ডেকে পাঠিয়ে নানা রকম ভয় দেখাচ্ছেন৷ অথচ সেই এক্তিয়ার রাজ্যপালের নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে প্রশ্ন করব, চার চার বার চিঠি দেওয়া সত্ত্বেও কেন এই রাজ্যপালকে সরানো হল না?’ মুখ্যমন্ত্রীর পর রাজ্যপাল কে টুইটার থেকে ব্লক করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও।

Latest article