ঠান্ডায় কাবু দিল্লি

কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লিতেও জাঁকিয়ে পড়েছে শীত। রবিবার ছিল দিল্লিতে এই মরশুমের শীতলতম দিন।

Must read

কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লিতেও জাঁকিয়ে পড়েছে শীত (winter)। রবিবার ছিল দিল্লিতে এই মরশুমের শীতলতম দিন। শীতের চোটে জবুথবু অবস্থা দিল্লিবাসীর। রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম।

আরও পড়ুন-নতুন ভোর আনার বার্তা তৃণমূলনেত্রীর, গোয়ার স্বাধীনতা দিবস স্মরণ

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাজধানীতে এই শৈত্যপ্রবাহ চলবে। সেই সঙ্গে চলবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা হাড়কাঁপানো হাওয়াও। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশও ঠান্ডায় কাবু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় রাজস্থানের চুরু এলাকায় পারদ নেমেছিল মাইনাস ২.৩ ডিগ্রিতে। হরিয়ানার কার্নালে পারদ নেমে আসে ১.২ ডিগ্রিতে।

Latest article