চেন্নাই, ৩০ জানুয়ারি : আইপিএল নিলামের আর মাত্র কয়েকদিন নাকি। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এই নিলামে কী হতে পারে, তার একটা আন্দাজ দিয়েছেন। তিনি বলেছেন, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কয়েকজনের দিকে বিভিন্ন দলের নজর থাকবে।
এক্ষেত্রে অন্তত তিনজন ক্রিকেটারের নাম করেছেন অশ্বিন। নিজের ইউ টিউব চ্যানেলে প্রথমেই তিনি রবিবর্ধন হাঙ্গারগেকরের নাম করেছেন। অনূর্ধ্ব ২৯ ভারতীয় দলের এই মিডিয়াম পেসারের বল দেখে তাঁর ইশান্ত শর্মার কথা মনে পড়েছে। অশ্বিন বলেছেন, ‘‘ওকে কেউ না কেউ কিনবেই। কোন ফ্র্যাঞ্চাইজি ওকে কিনবে সেটা বলতে পারছি না। তবে কেউ না কেউ কিনবেই। এই ছেলেটা ইশান্তের মতো ইনসুইং করতে পারে।”
আরও পড়ুন-বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর তীব্র অসন্তোষ মণিপুরে, পুড়ল মোদির কুশপুতুল
বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি উইকেট নেওয়া ছাড়াও একটি ম্যাচে পাঁচ নম্বরে নেমে ১৭ বলে ৩৯ রান করেছেন এই তরুণ। অশ্বিন আরও এক ভারতীয়র নাম করেছেন। তিনি হলেন অধিনায়ক যশ ঢুল। তাঁর ব্যাটিংও পছন্দ হয়েছে অশ্বিনের। যশকে খুব প্রতিভাবান বলে জানিয়েছেন এই সিনিয়র অফস্পিনার।
অশ্বিন আরও এক জুনিয়র ক্রিকেটারের কথা বলেছেন। তিনি মনে করেন, ডিওয়াল্ড ব্রেভিসের দিকেও এবার নিলামে নজর থাকবে সবার। ইতিমধ্যেই যিনি বিশ্বকাপের আসরে বেবি এবি বলে পরিচিতি পেয়েছেন। এবি ডিভিলিয়ার্স এরকমই খেলতেন বলে মনে করছেন অনেকে। তবে অশ্বিন এও বলেন, সব ফ্র্যাঞ্চাইজির নিজস্ব পরিকল্পনা আছে। তারা সেভাবেই নিলামে প্লেয়ার তুলে নেবে।