নয়াদিল্লি, ১৩ নভেম্বর : চলতি বিশ্বকাপে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্স নজর কাড়ছে বিশেষজ্ঞদের। রবি শাস্ত্রী, ওয়াসিম আক্রমদের ক্রিকেট ব্যক্তিত্বরা জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এবার এই তালিকায় যোগ হল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের নাম।
আরও পড়ুন-প্রয়াত বাসুদেব আচারিয়া, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
নাসের বলছেন, এটাই আমার দেখা সেরা ভারতীয় বোলিং ইউনিট। এর আগেও ভারতীয় ক্রিকেট বহু গ্রেট বোলারের জন্ম দিয়েছে। কিন্তু একসঙ্গে এতজন দক্ষ বোলার আগে কোনও ভারতীয় দলে দেখিনি। এই নিয়ে আমার মনে কোনও সংশয় নেই। একটা সময় ভারতীয় দলে একসঙ্গে খেলতেন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএল লক্ষ্মণ এবং বীরেন্দ্র শেহবাগ। সেই সময় বিশেষজ্ঞরা এই পাঁচ ভারতীয় ব্যাটারকে চিহ্নিত করতেন ‘ফ্যাব ফাইভ’ নামে।
আরও পড়ুন-বিধ্বংসী আগুন কলকাতা মেডিক্যাল কলেজে, আতঙ্কে রোগীরা
সেই প্রসঙ্গ টেনে নাসেরের বক্তব্য, ওরা ছিল ব্যাটিংয়ের ফ্যাব ফাইভ। আর বুমরা, শামি, সিরাজ, জাদেজা ও কুলদীপ হচ্ছে বোলিংয়ের ফ্যাভ ফাইভ। প্রাক্তন ইংরেজ তারকা খুব একটা ভুল কিছু বলেননি। পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন বুমরা। ৫ ম্যাচে শামির শিকার ১৬ উইকেট। ৯ ম্যাচে ১৬ উইকেট ঝুলিতে পুরেছেন জাদেজাও। সমান সংখ্যাক ম্যাচ খেলে কুলদীপ ও সিরাজ নিয়েছেন যথাক্রমে ১৪ ও ১২ উইকেট।