প্রতিবেদন : চলতি বছরেই রয়েছে রাজস্থান বিধানসভার নির্বাচন। তার আগে মরুরাজ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে বিজেপি (Rajasthan- BJP)। এমনকী, দলের দুই প্রধান নেতা-নেত্রী ব্যস্ত নিজেদের কর্মসূচিতে। শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে শনিবার চুরু জেলার সালাসার মন্দিরে প্রবল জাঁকজমকের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়ার নেতৃত্বে দল এদিন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ কর্মসূচির ধারে কাছে দেখা যায়নি বসুন্ধরা বা তাঁর অনুগামীদের। যদিও দলের সমস্ত বিধায়ককে এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হতে নির্দেশ দিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই নির্দেশ মানেননি বসুন্ধরার অনুগামীরা। নির্বাচনে টিকিট পাওয়ার লক্ষ্যে তাঁরা বসুন্ধরার পাশেই থেকেছেন। কারণ এটা অস্বীকার করা যাবে না যে, বিজেপির (Rajasthan- BJP) অন্য নেতাদের তুলনায় বসুন্ধরা এখনও মরুরাজ্যে যথেষ্ট জনপ্রিয়। রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে বসুন্ধরা রাজের জন্মদিনের অনুষ্ঠান কার্যত ক্ষমতার আস্ফালনের জায়গা হয়ে দাঁড়ায়। শোনা যাচ্ছে, বিজেপি এবারের নির্বাচনে বসুন্ধরাকে মুখ্যমন্ত্রীর মুখ করে লড়াইয়ে যেতে চাইছে না। তাই বিষয়টি আঁচ করে আগাম মাঠে নেমে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জন্মদিনকে হাতিয়ার করেই দলে নিজের শক্তি বোঝাতে সক্রিয় হয়ে উঠেছেন বসুন্ধরা। জমকালো অনুষ্ঠান করে তিনি বোঝাতে চাইছেন, দলের সংখ্যাগরিষ্ঠ অংশ তাঁর পাশে আছে।
আরও পড়ুন: অরাজকতার বিরুদ্ধে প্রচারের ডাক সিবলের