মেহুল প্রত্যর্পণে বড় ধাক্কা খেল কেন্দ্র, সিবিআই, ইডির ব্যর্থতা

এদিনের ঘটনায় ফের প্রকট হল সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ব্যর্থতা। মহল মনে করছে অনেক আগেই মেহুলকে দেশে ফেরানো যেত।

Must read

প্রতিবেদন : পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফেরানোর বিষয়ে বড়সড় ধাক্কা খেল ভারত। এই পলাতক ব্যবসায়ীকে শীঘ্রই দেশে ফেরানোর ব্যাপারে আপাতত আর কোনও আশা রইল না। অ্যান্টিগুয়া ও বারবুডা হাইকোর্ট এক নির্দেশে জানিয়েছে, দক্ষিণ আমেরিকার এই দ্বীপরাষ্ট্র থেকে আপাতত জালিয়াতিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুলকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। এদিনের ঘটনায় ফের প্রকট হল সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ব্যর্থতা। মহল মনে করছে অনেক আগেই মেহুলকে দেশে ফেরানো যেত।

আরও পড়ুন-জি-২০ সম্মেলনের জেরে দিল্লিতে বিপন্ন রূপান্তরকামীরা

উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ১৩ হাজার কোটি টাকার প্রতারণায় যুক্ত মেহুল। ব্যাঙ্ক থেকে নেওয়া অর্থ পরিশোধ না করেই তিনি দেশ ছেড়েছেন। আশ্রয় নিয়েছেন দক্ষিণ আমেরিকার এই দ্বীপপুঞ্জে। সেখান থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। তবে মার্চ মাসে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ থেকে মেহুলের নাম বাদ পড়েছিল। ওই ঘটনায় বিশেষজ্ঞরা অনেকেই আশঙ্কা করেছিলেন, মেহুলের প্রত্যর্পণ প্রক্রিয়া ধাক্কা খাবে। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। অ্যান্টিগুয়া ও বারবুডা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত পলাতক হীরে ব্যবসায়ীকে অ্যান্টিগুয়া থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। আদালতের এই নির্দেশে মেহুলকে দেশে ফেরানোর রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Latest article