সংবাদদাতা, জয়দেব : জমে উঠল অজয়তীরের বাউলমেলা। ভোরে মকরস্নানের প্রতীক্ষায় পুণ্যার্থীরা। স্নানের সুবিধার জন্য হিংলো বাঁধ থেকে জল ছাড়া হয়। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অজয়ের চরেই বসে জয়দেবের কেঁদুলি মেলা৷ শনিবার বিকেলে মেলার উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মেলায় আসা দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে প্রশাসনের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে৷ মেলামুখী মানুষ পুণ্যস্নানের পর বীরভূমের রাধাবিনোদ মন্দিরে পুজো দেন পুণ্যার্থীরা।
আরও পড়ুন-উসকানি দিতে গিয়ে
কেঁদুলি মেলায় দূর-দূরান্ত থেকে আসেন সাধক, ফকির, বাউলরা। বাউল গানের মরমিয়া সুরের ছোঁয়া মেলার মাঠে। জয়দেব মেলা পুণ্যার্থীদের সমাগমের কারণে বীরভূম ও বর্ধমান দুই জেলার পুলিশ তৎপর রয়েছে৷ একদিকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা নজর রাখছে মেলার পরিস্থিতির উপরে। অন্যদিকে, বীরভূম জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা জারি রয়েছে। পর্যাপ্ত পুলিশ কর্মী থাকছেন মেলায়। ড্রোন ক্যামেরা ও সিসিটিভি এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলছে নজরদারি৷ মনের মানুষ থেকে বিভিন্ন আখড়ায় বাড়ছে ভিড়। মেলায় পরিচ্ছন্নতা বজায় রাখতে মোতায়েন রয়েছে প্রচুর সাফাই কর্মী। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রয়েছে অ্যাম্বুল্যান্স পরিষেবাও৷ স্পিড বোট ও বিপর্যয় মোকাবিলা টিম। নদীতে যাতে স্নান করতে নেমে কোনও বিপত্তি না ঘটে তার জন্য সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে।