প্রতিবেদন : পুলিশের জালে পড়ল ২ ভুয়ো ডাক্তার। এক চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর নকল করে দিব্যি রোগীদের (Fake Doctor) ধোঁকা দিচ্ছিল তারা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রীতিমতো চেম্বার খুলে রোগী দেখছিল। কিন্তু শেষপর্যন্ত ধরা পড়ে গেল তারা। সল্টলেক এবং বাঁশদ্রোণী থেকে শনিবার ধরা পড়ে গেল ওই ২ প্রতারক। পুলিশসূত্রে জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর থানায় অভিষেক নাহার নামে এক চিকিৎসক অভিযোগ জানান, তাঁর নাম এবং রেজিস্ট্রেশন ব্যবহার করে কে বা কারা চিকিৎসা করছে বেআইনিভাবে। প্যাডে ওষুধও প্রেসক্রাইব করা হচ্ছে। তিনি অবিলম্বে প্রতারকদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। মাসখানেক ধরে দক্ষিণবঙ্গ এবং কলকাতার সব জায়গায় জাল পেতে রাখে কলকাতা পুলিশ। শেষপর্যন্ত শনিবারই সাফল্য পায় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। রাজীব সরকার এবং শুভ নাথ নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে, বিধাননগরের বাসিন্দা শুভ নাথ নিজেকে চিকিৎসক (Fake Doctor) হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখত। রাজীব সরকার ছিল কম্পাউন্ডার।