ব্যাঙ্ক প্রতারণায় ধৃত কর্মী

Must read

প্রতিবেদন : বার্ধক্য এবং অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে ৮৯ বছরের এক ব্যক্তির ৩১ লক্ষ টাকা হাতিয়ে (Bank Fraud) নিল ব্যাঙ্ককর্মী। অভিযোগ পেয়েই ওই প্রতারককে বরখাস্ত করেছে ব্যাঙ্ক। শনিবার তাকে গ্রেফতারও করেছে পুলিশ। প্রতারিত বৃদ্ধ প্রদীপ কুমার চট্টোপাধ্যায় দমদমের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। অভিযুক্ত ব্যাঙ্ককর্মী শুভঙ্কর পাণ্ডেকে ভাঙড় থেকে গ্রেফতার করেছে সল্টলেক সাইবার থানার পুলিশ। ঘটনাটি এইরকম, বার্ধক্যের কারণে ওই বৃদ্ধ মোবাইল অপারেট করতে পারেন না। এয়ারপোর্টের কাছে যখনই তিনি ব্যাঙ্কের শাখায় যেতেন, তাঁকে সাহায্য করতে এগিয়ে আসত বছর ৩৫-এর শুভঙ্কর। তার উপরে ভরসা এবং বিশ্বাস জন্মায় প্রদীপবাবুর। সেই সূত্রেই তাঁর দমদমের বাড়িতে যাতায়াত শুরু করে শুভঙ্কর। তারই পরামর্শে চোখ বুজে বিশ্বাস করে ওই ব্যাঙ্কে ৩১ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট খোলার জন্য যাবতীয় নথিপত্র, ওটিপি, অ্যাকাউন্ট নম্বর-সহ শুভঙ্করের হাতে তুলে দেন প্রদীপবাবু। কিন্তু পরে ওই ব্যাঙ্কে গিয়ে বৃদ্ধ জানতে পারেন, ওই টাকা তুলে নেওয়া হয়েছে ব্যাঙ্ক থেকে (Bank Fraud)।

Latest article