পুলিশের জালে “ভুয়ো” আইনজীবী, অভিযুক্ত রাজ্য বিজেপির সদস্য

Must read

প্রতিবেদন : এবার শহরে ভুয়ো আইনজীবী। কলকাতা শহরের বুকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে নাজিয়া ইলাহি খান নামের ওই পরিচিত বিজেপি নেত্রীকে গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ ।

আরও পড়ুন : ডুয়ার্স বেড়াতে ‘ভিস্তা ডোম’ ট্রেন

ধৃত নাজিয়া বিজেপির সংখ্যালঘু সেলের গুরুত্বপূর্ণ সমস্যা বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত বিজেপি নেত্রীর আইনজীবী হওয়ার কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। পুলিশে অভিযোগ হওয়ায় দিল্লি-সহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিল নাজিয়া ইলাহি খান। কিন্তু শেষরক্ষা হলো। বৃহস্পতিবার সকালে ধরা পড়ে যান।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিন তালাক মামলার সঙ্গে যুক্ত ছিলেন নাজিয়া ইলাহি খান।

আরও পড়ুন : লাইনচ্যুত সরাইঘাট এক্সপ্রেস

অভিযোগ, মামলার সমাধান করে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা নেয় নাজিয়া ইলাহি খান। বাগুইআটি থানায় তাঁর নামে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগ দায়ের করেন সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তিও। তাঁর দাবি, বিবাহ বিচ্ছেদের মামলার মিটিয়ে দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন নাজিয়া। কিন্তু আইনজীবী হিসেবে সেই সমস্যার সমাধান তিনি করেননি। এরপর ২০২০-তে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনে চিঠি দেয় পুলিশ। সেখান থেকেই পুলিশ সম্প্রতি নিশ্চিত হয়, নাজিয়া ইলাহি খানের আইনজীবী হওয়ার কোনও পরিচয় নেই।

Latest article