প্রতিবেদন : নকল ওষুধের রমরমা চলছে ভারতের বাজারে। জাল লিভারের ওষুধ ব্যাপকভাবে বিক্রি হচ্ছে ভারত ও তুরস্কে। ডেফিটেলিও নামের এই নকল লিভারের ওষুধ নিয়ে এবার সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ভারতে এবং জুলাই মাসে তুরস্কের বাজারে এই ব্র্যান্ডের জাল ওষুধ ধরা পড়েছে। আসল ডেফিটেলিও ওষুধ হেপাটিক ভেনো-অকালসিভ রোগের চিকিৎসায় কাজে লাগে।
আরও পড়ুন-গগনযান মিশন নিয়ে ব্যস্ত ইসরো
লিভারের অসুখের থেরাপিতে, অস্থিমজ্জা প্রতিস্থাপন থেরাপিতেও প্রয়োগ করা হয় এই ওষুধ। হু-র বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ব্র্যান্ডের অনেক ভুয়ো ওষুধ বাজারে বিক্রি হচ্ছে। এটি নিয়ন্ত্রিত এবং অনুমোদিত চ্যানেলের বাইরে সরবরাহ করা হয়েছে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেইসব ওষুধ সাধারণের হাতে এলে এবং তা ব্যবহার করলে চরম ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে প্রাণ সংশয়ের ঝুঁকিও বাড়বে। আসল ডেফিটেলিও ওষুধ জার্মানি, অস্ট্রিয়া থেকে আমদানি করা হয়। বিশেষজ্ঞদের সন্দেহ, এই ব্র্যান্ডের ওষুধ নকল করে তা পাচার করা হচ্ছে ভারত, তুরস্কের বাজারে। ফলে ভুয়ো ওষুধে ছেয়ে গিয়েছে দেশের বাজার।
আরও পড়ুন-২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তনীদের হস্টেল ছাড়ার নির্দেশ কোর্টের
হু-এর বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃত নির্মাতা পরামর্শ দিয়েছে যে, ব্যাচ ২০ জি২০এ-এর সঙ্গে জেনুইন ডেফিটেলিও জার্মান ও অস্ট্রিয়ায় প্যাকেজিং করা হয়েছিল৷ এর পরিবর্তে জাল ওষুধগুলি ব্রিটেন এবং আয়ারল্যান্ডের প্যাকেজিংয়ে রয়েছে৷ জাল ওষুধে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখটি মিথ্যা এবং ব্যবহারের নিবন্ধিত নির্দিষ্ট সময়সীমা মেনে চলে না। ওষুধটির ভারত এবং তুর্কিতে বিপণনের অনুমোদন নেই।