প্রতিবেদন : ভুয়াে খবর গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের খবর গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দিতে পারে। দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা বাধিয়ে দিতে পারে। এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। একইসঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতার কথাও সংবাদমাধ্যমকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, দেশের গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে এবং তার অস্তিত্ব দীর্ঘায়িত করতে হলে সংবাদমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিতে হবে।
আরও পড়ুন-আইআইটিতে এবার গো-বিজ্ঞান সম্মেলন!
বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ওই অনুষ্ঠানে তিনি বলেন, সংবাদমাধ্যমের কাজ হল মানুষের সামনে সত্যি ও মিথ্যের মধ্যে পার্থক্যটা তুলে ধরা। ভুয়ো খবর গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ভুয়ো খবর দু’টি পৃথক সম্প্রদায়ের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে। সমাজের কাছে সংবাদমাধ্যমের এক বিশেষ ভূমিকা রয়েছে। সংবাদমাধ্যমের কাজ হল, মানুষের সামনে প্রকৃত সত্যিটা তুলে ধরা। সাংবাদিকতা সত্যের পথপ্রদর্শক।
আরও পড়ুন-২ বছর কারাদণ্ড রাহুলের
আজকের আধুনিক বা ডিজিটাল যুগে সকলকে একাধিক সমস্যার মোকাবিলা করতে হয়। এ সময় সাংবাদিকদের উচিত সঠিক, নিরপেক্ষ ও নির্ভীক সংবাদ পরিবেশন করা। ভুয়াে খবর নিশ্চিতভাবেই সংবাদমাধ্যমের নিরপেক্ষতাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পক্ষপাতিত্বমূলক আচরণ দূর করা সাংবাদিক এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সকলেরই দায়িত্ব। ভুয়াে খবর বহু মানুষকেই প্রভাবিত করতে পারে। যা গণতন্ত্রের ভাবনার পরিপন্থী। অন্যদিকে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা গণতন্ত্র ও উন্নয়নকেই ত্বরান্বিত করে। সাংবাদিকরা যাতে নির্ভীক ও নিরপেক্ষভাবে তাঁদের কাজ করতে পারেন সেটা নিশ্চিত করা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব।।
আরও পড়ুন-আদানির গ্রেফতারি চেয়ে ময়দানে তৃণমূল, অর্থমন্ত্রক, সিবিআই, ইডি দফতরে চিঠি সাংসদদের
ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি অবশ্যই নির্দিষ্ট করে কোনও সংবাদমাধ্যমের নাম করেননি। তবে তিনি যে দেশের অধিকাংশ সংবাদমাধ্যমের ভূমিকাতেই অসন্তুষ্ট সেটা একেবারে দিনের আলোর মতোই বুঝিয়ে দিয়েছেন।