বাম আমলে চিরকুটে চাকরির প্রথম প্রমাণ

কোন পরীক্ষা দিয়ে সুজনের স্ত্রীর অ্যান্ড্রুজে পাকা চাকরি

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছিল সিপিএম আমলে চিরকুটে চাকরি হয়েছে। দলের হোলটাইমারদের স্বামী অথবা স্ত্রী সরকারি পাকা চাকরি পেয়েছেন। অভিযোগ যে শুধু কথার কথা নয়, প্রামাণ্য তথ্য তুলে ধরে সিপিএমের চাকরি কেলেঙ্কারির কারনামা প্রকাশ্যে এনে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের মুখপাত্র কুণাল ঘোষ সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) স্ত্রীর চাকরি পাওয়ার সমস্ত তথ্য ধরে জানতে চান, কীভাবে চাকরি হল? কোন পরীক্ষায় চাকরি হল? কোথায় তালিকা বেরিয়েছিল? কোন যোগ্যতায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয়েছিলেন? প্রশ্নের উত্তর দিতে পারেননি সুজন বা সিপিএম। বিগত কয়েকদিন থেকেই তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় অভিযোগ করছিল, বিগত কয়েক বছরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কিংবা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) চাকরির জন্য একের পর এক সুপারিশ করেছেন। নিয়োগ মামলায় অভিযুক্ত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার আদালত থেকে প্রেসিডেন্সিতে ফেরার পথে সাংবাদিকদের বলেন শুভেন্দু-সুজন-দিলীপের সুপারিশের কথা। বিশেষত, উত্তরে চাকরি নিয়ে শুভেন্দুর কেলেঙ্কারির কথাও বলেছেন। তৃণমূলের বক্তব্য, সুজনের চাকরি থেকে শুভেন্দুদের সুপারিশ সবকিছু এজেন্সির তদন্তের আওতায় আসুক। উপন্যাস পড়া হবে পঞ্চম অধ্যায় থেকে, তা তো হতে পারে না। হলে শুরু হোক মলাট থেকে।

আরও পড়ুন: ভুয়ো খবর গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, সতর্ক করলেন চন্দ্রচূড়

Latest article