ভুয়ো ​রেশন কার্ড সবচেয়ে বেশি বাতিল উত্তরপ্রদেশে

কী বলবে বঙ্গ বিজেপি?

Must read

প্রতিবেদন : ভুয়ো রেশন কার্ডের (Fake Ration Card) তালিকাতেও শীর্ষে সেই বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। লোকসভায় তৃণমূল সাংসদ দীপক অধিকারীর লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ২০২১ এবং ২০২২ সালে সবচেয়ে বেশি রেশন কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। উল্লেখ্য, মনরেগায় ভুয়ো জব কার্ড বাতিলের তালিকাতেও শীর্ষে অবস্থান করছে বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। গত সপ্তাহেই এই তথ্য জানানো হয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে। এবার ভুয়ো রেশন কার্ডের (Fake Ration Card) তালিকাতেও শীর্ষে সেই রামরাজ্য উত্তরপ্রদেশ।
তৃণমূল সংসদ দীপক অধিকারী তাঁর লিখিত প্রশ্নের মাধ্যমে গত ২ বছরে দেশে বাতিল-হওয়া রেশন কার্ডের পরিসংখ্যান জানতে চেয়েছিলেন। সংসদে তাঁর জবাবে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সারা দেশে বাতিল-হওয়া রেশন কার্ডের সংখ্যা ২৯,০২,৭৯৪ এবং ২০২২ সালে বাতিল রেশন কার্ডের সংখ্যা ২২,১৪,৭৭৪টি। সব মিলিয়ে এই ২ বছরে সারা দেশে বাতিল হয়েছে ৫১,১৭,৫৬৮টি রেশন কার্ড। আর রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে বাতিল-হওয়া রেশন কার্ডের সংখ্যা ২০২১ সালে ৭,১৯,২১৩ এবং ২০২২ সালে ৮,৭৬,৬৮৬টি। অর্থাৎ এই ২ বছরে উত্তরপ্রদেশে বাতিল হওয়া মোট রেশন কার্ডের সংখ্যা ১৫,৯৫,৮৯৯টি। বিজেপি-শাসিত অপর রাজ্য মধ্যপ্রদেশে ২ বছরে বাতিল-হওয়া মোট রেশন কার্ডের সংখ্যা ১০,৯২,০৬৮টি।

আরও পড়ুন- নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত যোগীর বিধায়ক, বারবার সেই উত্তরপ্রদেশ

Latest article