প্রতিবেদন : ভুয়ো রেশন কার্ডের (Fake Ration Card) তালিকাতেও শীর্ষে সেই বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। লোকসভায় তৃণমূল সাংসদ দীপক অধিকারীর লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ২০২১ এবং ২০২২ সালে সবচেয়ে বেশি রেশন কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। উল্লেখ্য, মনরেগায় ভুয়ো জব কার্ড বাতিলের তালিকাতেও শীর্ষে অবস্থান করছে বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। গত সপ্তাহেই এই তথ্য জানানো হয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে। এবার ভুয়ো রেশন কার্ডের (Fake Ration Card) তালিকাতেও শীর্ষে সেই রামরাজ্য উত্তরপ্রদেশ।
তৃণমূল সংসদ দীপক অধিকারী তাঁর লিখিত প্রশ্নের মাধ্যমে গত ২ বছরে দেশে বাতিল-হওয়া রেশন কার্ডের পরিসংখ্যান জানতে চেয়েছিলেন। সংসদে তাঁর জবাবে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সারা দেশে বাতিল-হওয়া রেশন কার্ডের সংখ্যা ২৯,০২,৭৯৪ এবং ২০২২ সালে বাতিল রেশন কার্ডের সংখ্যা ২২,১৪,৭৭৪টি। সব মিলিয়ে এই ২ বছরে সারা দেশে বাতিল হয়েছে ৫১,১৭,৫৬৮টি রেশন কার্ড। আর রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে বাতিল-হওয়া রেশন কার্ডের সংখ্যা ২০২১ সালে ৭,১৯,২১৩ এবং ২০২২ সালে ৮,৭৬,৬৮৬টি। অর্থাৎ এই ২ বছরে উত্তরপ্রদেশে বাতিল হওয়া মোট রেশন কার্ডের সংখ্যা ১৫,৯৫,৮৯৯টি। বিজেপি-শাসিত অপর রাজ্য মধ্যপ্রদেশে ২ বছরে বাতিল-হওয়া মোট রেশন কার্ডের সংখ্যা ১০,৯২,০৬৮টি।
আরও পড়ুন- নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত যোগীর বিধায়ক, বারবার সেই উত্তরপ্রদেশ
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…