বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: দেশের সেরা হল ফালাকাটা কৃষকবাজার। নাম করল বিশ্বের দরবারেও। বাজারের সাফল্য দেখে সৌরবিদ্যুৎ চালিত মালি্টিপারপাস হিমঘর তৈরির প্রস্তাব দিয়েছে জাপান। এই বাজারে বিভিন্ন রাজ্যেকে কৃষি পণ্য বিক্রি করেন প্রায় সাত হাজার কৃষক। পাঁচ একর জায়গা নিয়ে তৈরি বাজারে শুধু স্থানীয়রাই নন, ভুটান থেকেও আসেন ক্রেতারা। জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সেক্রেটারি সুব্রত দে বলেন ,‘এই বাজার রাজ্যের সব থেকে সফল বাজার, দেশের মধ্যেও অন্যতম স্থান অধিকার করেছে।’
আরও পড়ুন : ‘খেলা হবে দিবস’ নিয়ে বাড়ছে উচ্ছাস, টুইট করে সন্তুষ্টি প্রকাশ করলেন কুণাল ঘোষ
বাজারে ন্যায্য মূল্যে, কৃষকরা প্রায় কোটি টাকার পণ্য বিক্রি করে । এই বাজারে রয়েছে ইনম(ইএনএএম ) মার্কেট যার মাধ্যমে অনলাইনে এই বাজারে বিক্রির জন্য আনা পণ্য সারা দেশের ক্রেতাদের সামনে তুলে ধরা যায় । পশ্চিমবঙ্গে এই ধরণের ইনম বাজারের সংখ্যা ১৬,এবং সারা দেশে ৫৮৪ টি। এই ইনম মার্কেটের মধ্যে দিয়ে এই বাজারে পন্য বিক্রি করে লাভবান হচ্ছে এলাকার কৃষকরা ।
আরও পড়ুন : ফুটবলের সঙ্গে ভলিবল, হকি
এই কারণে এখানে তৈরি হতে চলেছে এসর্টিং ল্যাব। যার মাধ্যমে ইনম মার্কেটে উপস্থাপিত করার আগে বিশেষ যন্ত্রের মাধ্যমে সেই পণ্যের গুনগত মান নির্ণয় করে তা বিক্রির ব্যবস্থা করা হবে , যাতে করে বাইরের ক্রেতারা সেই পণ্যের মান সম্বন্ধে নিশ্চিত থাকতে পারেন।এই বাজারে ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে বিশ্রাম কক্ষ , পানীয় জল ও শৌচাগারের ব্যাবস্থা, নিলামের জন্য বিরাট নিলাম শেড। দোলং নদীর ওপর ছোট একটি সেতু পেরিয়ে ঢুকতে হত এই বাজারে। বর্তমানে রাজ্যসরকারের উদ্যোগে ৮০ লক্ষ টাকা ব্যয় করে সেতু নির্মাণ করা হয়েছে।