অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : বিধানসভা নির্বাচনে খানিকটা আভাস মিলেছিল, পুরসভা নির্বাচনে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল বিরোধীরা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্যাপকভাবে জয়লাভ করেছিল পদ্ম শিবির। প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছিল তারা। প্রতিশ্রুতির ফুলঝুরি বয়ে গিয়েছিল নেতাদের বক্তৃতায়। কিন্তু তার একটিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ মানুষের।
আরও পড়ুন-দক্ষিণ দিনাজপুরে ২৪ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, রেফার রুখতে বাড়ছে বেড
খুব স্বাভাবিকভাবেই তার ফল ভোগ করতে হয় ২০২১-এর বিধানসভা নির্বাচনে। ন’টি আসনের মধ্যে সাতটিতেই জোড়া ফুলকে জয়যুক্ত করান সাধারণ মানুষ। রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ পদ্ম শিবিরের হাতে গেলেও পরবর্তীতে বিধায়করা মানুষের রায় মেনে দল পরিবর্তন করেন। পুরসভার নির্বাচনের আগে গেরুয়া শিবিরের জেলার শক্ত ঘাঁটি কালিয়াগঞ্জ ভাল ফলাফল হবে বলেই দাবি করেছিল ঠিকই। তবে তাদের আশায় জল ঢেলে দিয়েছেন সাধারণ মানুষ। শাসক দল তৃণমূল কংগ্রেসকেই বোর্ড গড়তে রায় দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন-পাশে আছি পরিবারকে আশ্বাস অরূপের
একইভাবে জেলার অন্যান্য পুরসভা ইসলামপুর ডালখোলাতেও গেরুয়া শিবিরের ধরাশায়ী অবস্থা হয়েছে। পাশাপাশি নিশ্চিহ্ন হয়েছে কংগ্রেস এবং বামেরা। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার বজায় রাখতে উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ঢালাও ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই দাবি করছে ওয়াকিবহাল মহল।