ডার্বিতে আক্রান্ত সমর্থকরা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল, বেশ কয়েক মাস মাঠের বাইরে এলসে

সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কয়েক মাস সময় লাগবে। যা পরিস্থিতি, তাতে আইএসএলের শুরুর দিকে অস্ট্রেলীয় ডিফেন্ডারকে পাওয়া কঠিন।

Must read

প্রতিবেদন : ডুরান্ড কাপ ফাইনালের পর বাড়ি ফেরার সময় বাইপাসের ধারে বিভিন্ন জায়গায় আক্রান্ত হন কিছু ইস্টবেঙ্গল সমর্থক। আর এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাবেন লাল-হলুদ কর্মকর্তারা। জানানো হবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও।

আরও পড়ুন-‘সনাতন ধর্ম’ বিতর্কে সর্বধর্ম সমন্বয়ের বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

সোমবার ক্লাব তাঁবুতে ডাকা সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের সহ-সচিব রূপক সাহা বলেন, রবিবার ম্যাচ শেষ আমাদের সমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের উপর ইট, লাঠি ও রড নিয়ে হামলা চালানো হয়। জোর করে ক্লাবের জার্সি ছিঁড়ে ফেলা হয়। ছোঁড়া হয় কাচের বোতলও। মহিলা সমর্থকরাও এই আক্রমণের হাত থেকে রেহাই পাননি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে এই ঘটনা ক্লাবের তরফ থেকে জানানো হবে। ক্রীড়ামন্ত্রীকেও জানানো হবে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আহত সমর্থকদের আপৎকালীন চিকিৎসার যাবতীয় দায়িত্ব ক্লাব বহন করবে।

আরও পড়ুন-ধূপগুড়ি উপনির্বাচন: রাত পোহালেই ভোট, প্রস্তুতি সম্পূর্ণ, রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

এদিকে, ডুরান্ড ফাইনালে হারের ধাক্কা সামলানোর আগে ফের দুঃসংবাদ ভেসে এল লাল-হলুদ শিবিরে। চোটে বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে। রবিবাসরীয় ডার্বিতে গোড়ালিতে চোট পেয়েছিলেন জর্ডন। ফলে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন। সোমবার তাঁর সিটি স্ক্যান হয়। তাতে ধরা পড়েছে এলসের চোট গুরুতর। সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কয়েক মাস সময় লাগবে। যা পরিস্থিতি, তাতে আইএসএলের শুরুর দিকে অস্ট্রেলীয় ডিফেন্ডারকে পাওয়া কঠিন। খুব কম সময়েই দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন এলসে। ফলে কার্লেস কুয়াদ্রাতের কাজটা বেশ কঠিন হয়ে গেল। তবে এখনই এলসেকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ। বরং কঠিন সময়ে অস্ট্রেলীয় ডিফেন্ডারের পাশে থাকার বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Latest article