চোখের জলে বিদায়, আজ শেষ কৃত্য

সোমবার বেলা ১১ টায় শেষ কাজ অর্থাৎ দাহ করা হবে। সেখানেও মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন গৌতম দেব।

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি: কপ্টার দুর্ঘটনায় নিহত সেনা সৎপাল রায়ের কফিনবন্দি দেহ পৌঁছাল রাজ্যে। চোখের জলে গান স্যালুটে তাঁকে শেষ শ্রদ্ধা জানালন সেনা কর্মীরা। রবিবার বেলা দুটো নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরা বিমান বাহিনীর বিশেষ রানওয়েতে অবতরণ করে সতপাল রাইয়ের কফিনবন্দি দেহ।

আরও পড়ুন-বক্সায় বাঘকে নিরাপদে রাখতে তৎপরতা

স্ত্রী মন্দিরা রাই, ছেলে বিকাল রাই এবং পরিবারের অন্যান্য সদস্যরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এরপর সেনা কর্মীরা সতপাল রাইয়ের দেহ নিয়ে যান ব্যাঙডুবি সেনা ছাউনিতে। সেখানে বেশ কিছুক্ষণ শায়িত থাকে সতপালের দেহ। জাতীয় পতাকা মুড়ে দেওয়া হয় কফিন। ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট এর সেনা কর্মীরা গান স্যালুট জানিয়ে শেষ শ্রদ্ধা জানান সেনাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে সেনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুর প্রশাসক গৌতম দেব। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সেনাকে।

আরও পড়ুন-“GOA TMC: “গৃহলক্ষ্মী প্রকল্প” ঘোষণার পরই গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক

ব্যাঙডুবি সেনা ছাউনি থেকে মাটিগাড়া পাথরঘাটা রাস্তা ধরে মিরিক রাতে পৌঁছায় সৎপাল রাইয়ের কফিনবন্দি দেহ। রাস্তা দিয়ে আস্তে আস্তে মাঝেমাঝেই দাঁড়িয়ে ছিল প্রচুর মানুষ বাংলার এই শহীদ সেনা কে চোখের জলে শেষ শ্রদ্ধা জানিয়েছে পাহাড়বাসীরা। সোমবার বেলা ১১ টায় শেষ কাজ অর্থাৎ দাহ করা হবে। সেখানেও মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন গৌতম দেব। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর বাড়িতে গিয়েছিলাম। শ্রদ্ধা জানালাম নিহত সেনাকে। সোমবার শেকৃত্যেও উপস্থিত থকব। শোকস্তব্ধ পরিবারের পাশে আছি।’

Latest article