সংবাদদাতা, কোচবিহার : সীমান্তে বিএসএফের অত্যাচারের প্রতিবাদে পথে নামলেন কৃষকরা (Farmers)। অভিযোগ, বিএসএফের বাধায় কৃষিকাজে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। বিএসএফের এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার জেলাশাসক দফতরের বিক্ষোভ দেখায় গণতন্ত্র অধিকার রক্ষা সমিতি। কোচবিহারে জেলাশাসককে লিখিতভাবে স্মারকলিপি দিয়ে গ্রামবাসীরা দাবি জানান যাতে জেলা পরিষদের আধিকারিকরা এ-বিষয়ে এলাকায় গিয়ে বিএসএফের সঙ্গে কথা বলেন। এদিন মূলত বিক্ষোভ দেখিয়েছেন তুফানগঞ্জের চর বালাভূত এলাকার গ্রামবাসীরা। অভিযোগ, তাঁদের কৃষিকাজ করেই চলে সংসার। অথচ কৃষিকাজ করতে গিয়ে বিএসএফের নানারকম হয়রানির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। কৃষকরা জমিতে ভুট্টা চাষ বা পাট চাষ করলে তাতেও বাধা দিচ্ছে বিএসএফ। কেন তাঁরা এই উঁচু ধরনের ফসল চাষ করছেন তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। শুধু তাই নয়, বিএসএফের গুলিতে প্রাণ গিয়েছে বহু গ্রামবাসীরও। দিনের পর দিন এই অত্যাচারের প্রতিবাদে এবার গর্জে উঠলেন কৃষিজীবী গ্রামবাসীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, কখনও ছাত্রী হেনস্থার অভিযোগ উঠেছে মহিলা বিএসএফদের বিরুদ্ধে, আবার কোথাও কৃষকের (Farmers) খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। কৃষকের ফসল চারফুটের বেশি হলে তা কেটে দেওয়া হচ্ছে। বিএসএফের এই আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ, প্রতিনিয়ত হয়রান সীমান্তের বাসিন্দারা। বিএসএফের এই কার্যকলাপ বরদাস্ত করা যায় না। তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে এর বিরুদ্ধে৷