প্রতিবেদন : রবি ও বোরো চাষের মরশুমে পর্যাপ্ত জলের জোগান নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে বুধবার রাজ্যের সেচ, জল সম্পদ এবং কৃষি দফতরের মন্ত্রী এবং শীর্ষকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জল সম্পদ মন্ত্রী মানস ভূঁইয়া (Manas Bhunia) এবং বিভাগীয় সচিব ও আধিকারিকেরা। বৈঠকের পর মানস ভূঁইয়া (Manas Bhunia) বলেন, জলের অভাবে যাতে চাষিরা ক্ষতির সম্মুখীন না হন মুখ্যমন্ত্রী সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এই অনুযায়ী সেচ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিকাঠামোগত কোনও ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করতে বলা হয়েছে। চলতি বছর জঙ্গলমহলের চার জেলা— বীরভূম, পূর্ব বর্ধমানে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। এ কারণে ওই সব জেলায় সেচের জলের চাহিদা বেড়েছে। সে কারণে গতবারের তুলনায় এ বছর পাঁচ শতাংশের বেশি জল সেচের মাধ্যমে সরবরাহ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলসম্পদ দফতর রবি মরশুমে ২ লক্ষ ৫৯ হাজার ৬৭৫ হেক্টর জমিতে জল সরবরাহ করবে। নলকূপ, সেচ খাল, চেক ড্যাম, ক্ষুদ্র সেচ ছাড়াও সৌরবিদ্যুৎ চালিত বিভিন্ন পাম্পের মাধ্যমে এই জল সরবরাহ করা হবে। পাশাপাশি জলসম্পদ দপ্তর বোরো চাষের জন্য চলতি বছরে ১ লক্ষ ২২ হাজার ৪০৮ হেক্টর জমিতে জলের জোগান দেবে বলে মানসবাবু জানান।