বিশ্বভারতীর নামে মামলা হল পরিবেশ আদালতে

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : কঠিন ও তরল বর্জ্য পদার্থ নিষ্পত্তি না করায় পরিবেশ আদালতে বিশ্বভারতীর (Visva-Bharati University) বিরুদ্ধে মামলা দায়ের করলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। ৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। ৫ বছর আগে আদালত ব্যবস্থা নিতে আদেশ দেয়। ৫ ডিসেম্বর ২০২২ পরিবেশ আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৩ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেয়। সুভাষবাবু বলেন, ‘যে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী সেখানে পরিবেশগত অনাচার কীভাবে চলছে বোধগম্য নয়।’ প্রসঙ্গত, ১১ ও ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও পুরপিতাদের উপস্থিতিতে সরেজমিনে তদন্ত করে পরিবেশ আদালতে ছবি-সহ একটি রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে ধরা পড়ে তরল ও কঠিন বর্জ্য পদার্থ সরানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) উদাসীন। বিশ্ববিদ্যালয়ের পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালের ক্ষেত্রেও জৈব মেডিক্যাল বর্জ্য পদার্থের সঠিক নিষ্পত্তি হয় না। দাহন যন্ত্র ও জীবাণুনাশক যন্ত্র থাকলেও কাজ করে না। ক্যাম্পাসে পয়ঃপ্রণালী ব্যবস্থাও ভাল নয়। ভুবনডাঙা বাঁধের ৪টি জলাশয়ের বুজে গিয়েছে। রিপোর্টের ভিত্তিতে জাতীয় পরিবেশ আদালত পূর্বাঞ্চল রাজ্য নিয়ন্ত্রণ পর্ষদকে কয়েকটি বিষয় খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে। যার মধ্যে প্রধান, প্রতিদিন ৮ মেট্রিক টন জঞ্জাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরানোর ঠিকমতো ব্যবস্থাপনা করে না। বিশ্ববিদ্যালয়-হাসপাতালের বর্জ্য ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অনুমতি নেয়নি। ভুবনডাঙার জলাশয়গুলো দূষিত জল ও কচুরিপানায় ভর্তি।

আরও পড়ুন-শাহ-ঘনিষ্ঠ ধৃত নেতার আরও কুকীর্তি সামনে নিয়ে এল তদন্তকারীরা

Latest article