স্বপ্নটা এখনও বেঁচে, এগিয়ে চল পর্তুগাল : রোনাল্ডো

Must read

দোহা: পতুর্গাল দাপটের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Portugal- Cristiano Ronaldo)। এই জয়ে যাঁর কিনা অবদান নেই!
সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর কোচ ফের্নান্দো স্যান্টোস যেমন মিডিয়ার মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে রোনাল্ডোর কোনও মতবিরোধ নেই। কৌশলগত কারণেই প্রথম একাদশে সিআর সেভেনকে রাখা হয়নি। যাবতীয় বিতর্ক উড়িয়ে দলের পাশে দাঁড়িয়েছেন রোনাল্ডো নিজেও! তিনি ইনস্টাগ্রামে লিখেছেন ‘‘পর্তুগালের জন্য অসাধারণ একটা দিন। বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে ঐতিহাসিক রেজাল্ট। প্রতিভা ও তারুণ্যে ভরপুর একটা দল অবিশ্বাস্য খেলল! যে দল নির্বাচন করা হয়েছিল তার প্রশংসা করতেই হবে। স্বপ্নটা এখনও বেঁচে। এগিয়ে চল পর্তুগাল।’’

এদিকে, সিআর সেভেনকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে তোপ দেগেছেন রোনাল্ডোর দিদি এলমা আভেইরো। তিনি ট্যুইট করেছেন, ‘‘যে লোকটা বছরের পর বছর ধরে পর্তুগিজ ফুটবলকে এত কিছু দিয়েছে, তাকে এভাবে অসম্মানিত হতে দেখে লজ্জিত।’’ কটাক্ষ করতে ছাড়েননি রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘মাঠে দাঁড়িয়ে ১১ জন জাতীয় সংগীত গাইছিল। কিন্তু সবার নজর ছিল তোমার (রোনাল্ডো) দিকে। আশা করি, ঈশ্বর ও ফের্নান্দো আরও একবার হাত মিলিয়ে তোমাকে ছাড়াই প্রথম দল নামাক। তাহলে আবারও এমন ম্যাজিক তৈরি হবে।’’

আরও পড়ুন-কোথায় যাবেন সিআর সেভেন, জল্পনা তুঙ্গে

ফিট, অথচ জাতীয় দলের জার্সি গায়ে রিজার্ভ বেঞ্চে বসে! দীর্ঘ ১৮ বছর পর রোনাল্ডোকে (Portugal- Cristiano Ronaldo) এই ভূমিকায় দেখল ফুটবল দুনিয়া। যিনি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, সেই স্যান্টোসের দাবি, ‘‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার সম্পর্ক দুর্দান্ত। আগেও ছিল, এখনও আছে। ট্যাকটিক্যাল কারণেই ওকে প্রথম দলে রাখা হয়নি। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে চাই না। দলে বিভিন্ন ধরনের ফুটবলার আছে। প্রত্যেকের খেলার ধরন আলাদা আলাদা। প্রতিপক্ষ অনুযায়ী আমাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। এই ম্যাচে যে দল নামালে দলের সুবিধে হবে, সেই দলই বেছে নিয়েছি। আমি তো বলব, অধিনায়ক হিসেবে দলের সামনে দুর্দান্ত একটা উদাহরণ তৈরি করেছে ক্রিশ্চিয়ানো।’’
পর্তুগিজ কোচ আরও বলেন, ‘‘ওর বয়স যখন ১৯, তখন থেকেই ওকে চিনি। ২০১৪ সালে আমি যখন পর্তুগাল জাতীয় দলের কোচ হই, ততদিনে ও তারকা হয়ে উঠেছে। ক্রিশ্চিয়ানো ও আমার মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। আমি এখনও ওকে দলের গুরুত্বপূর্ণ সদস্য বলে মনে করি। ম্যাচের আগেই ওর সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলাম। আমার যুক্তি ক্রিশ্চিয়ানোও মেনে নিয়েছে।’’

Latest article