কোথায় যাবেন সিআর সেভেন, জল্পনা তুঙ্গে

Must read

অমিতাভ ব্রহ্ম, দোহা: রিজার্ভ বেঞ্চে তিনি মাথা নিচু করে বসে আছেন। প্রযুক্তির দুনিয়ায় ছবিটা সবার হাতে হাতে ঘুরছে। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। লিওনেল মেসির সঙ্গে বিশ্বের প্রথম দুইয়ে থাকা ফুটবল তারকা। সেই তাঁকেই কিনা বেঞ্চে বসিয়ে রাখলেন পর্তুগাল কোচ ফের্নান্ডো স্যান্টোস।
অনেকের মনে হয়েছে এই ছবিটার সঙ্গে ম্যান ইউয়ের সেই ছবির বেশ মিল রয়েছে। ওখানে রোনাল্ডোকে বসিয়ে রেখেছিলেন কোচ এরিক টেন হ্যাগ। প্রচুর গন্ডগোল হয়েছিল তখন। যার ফলস্বরূপ দু’পক্ষের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। রোনাল্ডো এখন ফ্রি প্লেয়ার। নতুন ক্লাবে যেতে পারেন।

ফের্নান্ডো স্যান্টোস বনাম রোনাল্ডো লেগে গিয়েছিল দক্ষিণ কোরিয়া ম্যাচ থেকেই। ৬৪ মিনিটে রোনাল্ডোকে তুলে নিয়েছিলেন পর্তুগাল কোচ। তাতে মহা খাপ্পা হয়েছিলেন সিআর সেভেন। স্যান্টোস অবশ্য বলেছেন ট্যাকটিক্যাল কারণেই তিনি রোনাল্ডোকে সুইস ম্যাচে শুরুতে রাখেননি। এদিকে মহাতারকা আবার সোশ্যাল মিডিয়ায় দলের প্রশংসা করে লম্বা পোস্ট দিয়েছেন। তাতে নতুন ছেলেদের খুব প্রশংসা করেছেন তিনি।
রোনাল্ডোকে নিয়ে চর্চার প্রধান বিষয় হল তিনি এবার কোথায় যাবেন? সৌদি আরবের আল নাসের ক্লাব তাঁকে মাথা ঘুরে যাওয়ার মতো প্রস্তাব দিয়েছে। এত টাকার প্রস্তাব আর কোনও স্পোর্টসম্যানের সামনে আসেনি। কিন্তু প্রশ্ন হল রোনাল্ডো নিজের এতদিনের সযত্নে লালিত ব্র্যান্ডের সঙ্গে সমঝোতা করবেন কিনা। তিনি অবশ্য বলেছেন, আরবের ক্লাবে খেলতে যাওয়ার খবরটা ভুল। তবু চর্চা থামেনি।

আরও পড়ুন-রোহিত-ঝড়েও হাতছাড়া সিরিজ

নামী ফুটবলারদের অনেকেই একটু বয়স হলে আমেরিকার মেজর লিগ সকারে খেলতে যাচ্ছেন। বেকহ্যাম খেলেছেন। থিয়েরি অঁরি খেলেছেন। রুনি কেলেছেন। এখন ইব্রাহিমোভিচ খেলছেন। গারেথ বেল খেলছেন। আমেরিকার প্রাক্তন ফুটবলার আলেক্সি লালাস বলেছেন, রোনাল্ডোর (Cristiano Ronaldo) সামনে অদ্ভুত পরিস্থিতি।
একদিকে অঢেল টাকা। অন্যদিকে নিজের ব্র্যান্ড। তিনি বলেছেন রোনাল্ডো লস অ্যাঞ্জেলস বা মিয়ামিতে খেলতেই পারেন। সেখানে সৌদির মতো টাকা হয়তো পাবেন না, কিন্তু আমেরিকার বাজারটা তিনি ধরতে পারবেন। যেখানে ইতিমধ্যেই ব্র্যান্ড রোনাল্ডো উপস্থিত। লালাস তাই মনে করেন, রোনাল্ডো হয়তো শেষপর্যন্ত নিজের ব্র্যান্ডের পিছনেই ছুটবেন। প্রশ্ন হল তাহলে কি আমরা এরপর রোনাল্ডোকে আমেরিকার ফুটবল লিগে দেখব? সময়ই এর উত্তর দেবে।

Latest article