শাহ-ঘনিষ্ঠ ধৃত নেতার আরও কুকীর্তি সামনে নিয়ে এল তদন্তকারীরা

Must read

সংবাদদাতা, হাওড়া : গাঁজা পাচারের অভিযোগে ধৃত হাওড়ার বিজেপি নেতা অষ্ট নস্করের (BJP-Asto Naskar) আরও কীর্তি প্রকাশ্যে এল। ২০১৯-এর লোকসভা ভোটের আগে ডোমজুড়ে তৃণমূল নেতা-কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল ‘গুণধর’ এই বিজেপি নেতা। যদিও ধৃত অষ্টের পাশেই দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি মণিমোহন ভট্টাচার্য জানান, ‘মিথ্যে অভিযোগেও অষ্টকে গ্রেফতার হয়ে থাকতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত অষ্ট দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ দল তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না।’ এদিকে অষ্ট ডোমজুড়ে যখন গ্রেফতার হয়েছিল তখন সে ডোমজুড় ২-নম্বর মণ্ডলের সহ-সভাপতি ছিল। ২০২১-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডোমজুড়ে ভোট প্রচারে আসার সময় এই অষ্ট (BJP-Asto Naskar) তাঁর ছায়া সঙ্গী ছিল। দলের প্রভাব খাটিয়ে অষ্ট পরিবহণ ব্যবসায় কোনওরকম ঝামেলা সহজেই সমাধান করে ফেলতেন। যাদের কাছ থেকে গাড়ি ভাড়া নিত তাদের অনেক বেশি টাকা দিত অষ্ট। কোথায় গাড়ি যাবে সেটা অবশ্য সে জানাত না। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বেশ কিছুদিন জেল খেটে জামিন পাওয়ার পর নিজের ডেরা বদলে ফেলেছিল অষ্ট। জগদীশপুরের পরিবর্তে চ্যাটার্জিহাট থানার চৌধুরিপাড়ার ফ্ল্যাটে উঠে আসে। সেখান থেকেই সে তার পুরো কারবার পরিচালনা করতে শুরু করে। পরিবহণ ব্যবসার আড়ালে আন্তঃজেলা গাঁজা পাচার চক্র চালাতে থাকে। দলের ভেতরে তার বিরুদ্ধে সরব হয়ে বিজেপির জেলা নেতৃত্বের রোষানলে পড়েছিলেন বিজেপির এক নেতা। নিজেকে অমিত শাহর ঘনিষ্ঠ দাবি করে জেলাস্তরের নেতাদের নিয়ন্ত্রণে রেখেছিল অষ্ট। তাই গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতারের পরেও এখনই তার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করতে পারছেন না বিজেপির জেলা নেতারা।

আরও পড়ুন-কৃষি সমবায় ভোটে গোহারা বাম-বিজেপি

Latest article