সবরীমালা মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৬২

পুলিশ সূত্রে খবর, সবরীমালাতে ভগবান আয়াপ্পার মন্দির দর্শন করে ফিরছিলেন তারা। পথেই ভয়াবহ দুর্ঘটনা। খাদে পড়ে যায় বাসটি।

Must read

তামিলনাড়ু থেকে তীর্থযাত্রী বোঝাই বাসটি সবরীমালা (Sabrimala) থেকে ফিরছিল। কেরলের পথনমথিত্তার কাছে খাদে পড়ে যায় ওই বাস। কমপক্ষে ৬২জন জখম হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর মাইয়ালাদুথুরাই জেলার বাসিন্দা।

আরও পড়ুন-‘কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিতে হবে, বাংলার বুদ্ধি আছে, মেধা আছে’ পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের শিল্যানাস করে দাবি মুখ্যমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, সবরীমালাতে ভগবান আয়াপ্পার মন্দির দর্শন করে ফিরছিলেন তারা। পথেই ভয়াবহ দুর্ঘটনা। খাদে পড়ে যায় বাসটি। ৬৪জন ছিলেন বাসে। তার মধ্যে ৯জন শিশু ছিল। নীলাক্কালের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। তীর্থযাত্রীরা
পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে ৬২জন জখম হয়েছেন। তাদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে তাদের মধ্য়ে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-সিঙ্গুর থেকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর, তৈরি হবে কর্মসংস্থান

এই দুর্ঘটনার ফলে এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও দমকল আসে। তীর্থযাত্রীদের বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়। অনেকের মাথা ফেটে গিয়েছে। আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা।

Latest article