বীরভূমে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, আর্থিক সাহায্য ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে আট মহিলা যাত্রী-সহ আটোচালকের মৃত্যু হয়।

Must read

বীরভূমে (Birbhum) ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ মহিলা-সহ ৯জনের মৃত্যুতে গভীর শোকাহত। আমরা মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেব ৷ সমব্যাথী প্রকল্পের অধীন শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হবে ৷”

আরও পড়ুন-যাদবপুরে প্রবেশিকা পরীক্ষার সূচিতে বদল

এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি লেখেন, ”পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। আহতদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা”

আরও পড়ুন-ফরাক্কায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্বাধীনতার ৭৫ বছর পর

মঙ্গলবার, বিকেলে রামপুরহাট থেকে সিউড়ির দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে আট মহিলা যাত্রী-সহ আটোচালকের মৃত্যু হয়। সরকারি বাসে ধাক্কায় সম্পূর্ণ দুমড়ে যায় অটোটি। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

Latest article