ফরাক্কায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্বাধীনতার ৭৫ বছর পর

স্বাস্থ্য আধিকারিকদের আশা, এক বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। ফলে উপকৃত হবেন ফরাক্কা ব্লকের কয়েক লক্ষ মানুষ।

Must read

কমল মজুমদার জঙ্গিপুর: দেশ যখন স্বাধীনতার ‘অমৃত মহোৎসব’‌ পালন করছে, ঠিক তখন ফরাক্কাবাসীর জন্য সুখবর শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর। সোমবার ইমামনগর গ্রাম পঞ্চায়েতের কর্মতীর্থের পাশে শিলান্যাস করা হল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। স্বাস্থ্য আধিকারিকদের আশা, এক বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। ফলে উপকৃত হবেন ফরাক্কা ব্লকের কয়েক লক্ষ মানুষ।

আরও পড়ুন-মধ্যপ্রদেশ পঞ্চায়েতে জয়ী মহিলাদের বদলে শপথ পুরুষদের!

শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন জঙ্গিপুরের এসডিও শিঞ্জন শেখর, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, বিএলআরও অভিষেক চৌধুরি, পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল কালাম প্রমুখ। এতদিন ফরাক্কা ব্লকের মানুষ সাধারণ অসুখের চিকিৎসার জন্য বেনিয়াগ্রাম, অর্জুনপুর এবং আন্ধুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল ছিলেন। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, ফরাক্কায় একটি পূর্ণাঙ্গ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হোক। প্রাক্তন কংগ্রেস বিধায়ক এই দাবিতে কান দেননি। ২০২১–এ তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর ফরাক্কার তৃণমূল বিধায়ক বিষয়টি রাজ্য সরকার এবং স্বাস্থ্য দফতরের নজরে আনেন। স্বাস্থ্য দফতর দ্রুত উদ্যোগ নেয়।

আরও পড়ুন-বিদ্যুৎবিলের প্রতিবাদে এবার আন্দোলন শুরু

মনিরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এজন্য সরকার আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্য সংখ্যালঘু দফতর কর্মতীর্থের পাশে ১.৬৫ একর জমি দিয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে এখানে একটি ৫০ শয্যার হাসপাতাল হবে। পরে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে এটিকে গড়ার পরিকল্পনা রয়েছে।’’‌

Latest article