বিদ্যুৎবিলের প্রতিবাদে এবার আন্দোলন শুরু

কিন্তু লোকসভায় সোমবার এই বিল পেশ করার সঙ্গে সঙ্গেই আন্দোলন শুরু করে দিয়েছে অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশন।

Must read

নয়াদিল্লি : বিরোধীদের প্রবল চাপে বিদ্যুৎ সংশোধনী বিল সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠাতে বাধ্য হয়েছে কেন্দ্র। কিন্তু লোকসভায় সোমবার এই বিল পেশ করার সঙ্গে সঙ্গেই আন্দোলন শুরু করে দিয়েছে অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশন। সংগঠনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, কাশ্মীর থেকে তামিলনাড়ু, ত্রিপুরা থেকে তেলেঙ্গানা পর্যন্ত দেশের মোট ৯ হাজার ৬০৮টি জায়গায় বিক্ষোভ করেছেন বিদ্যুৎকর্মী, আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎক্ষেত্রকে পুরোপুরি বেসরকারি হাতে তুলে দেওয়ার কৌশল নিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে এই বিল এনেছে মোদি সরকার। সোমবারই দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। বিদ্যুৎক্ষেত্রের প্রায় ১০ লক্ষ কর্মী, আধিকারিক আন্দোলনে অংশ নেন।

আরও পড়ুন-পেন্টাগনের দাবি যুদ্ধে প্রায় ৮০ হাজার রুশসেনা হতাহত হয়েছে

অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের আশঙ্কা, এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে সাধারণ মানুষকে বিদ্যুতে যে ভরতুকি দেওয়া হয়, তা শেষ হয়ে যাবে। বিশেষ করে কৃষক এবং গরিব মানুষের সমস্যা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠন। ফেডারেশনের চেয়ারম্যান শৈলেন্দ্র দুবে এক বিবৃতিতে জানিয়েছেন, বিদ্যুৎ সংশোধনী বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বিদ্যুৎ কর্মী, আধিকারিক, ইঞ্জিনিয়ারদের সংগঠনের তরফে। না হলে আরও ব্যাপক আকারে দেশজুড়ে আন্দোলন শুরু হবে। সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকেও এই বিলের কড়া বিরোধিতা করে বলা হয়েছে, সরকার একগুঁয়ে মনোভাব দেখালে কৃষি আইনের মতো হাল দেখতে হবে।

Latest article