প্রতিবেদন : বছরের শুরুতে শীত পড়লেও ফের আশঙ্কা পশ্চিমী ঝঞ্ঝার। অন্তত এমনটাই বলছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা ও শহরতলিতে মূলত শুষ্ক ও শীতল আবহাওয়া থাকলেও এর আয়ু অত্যন্ত কম। কারণ বিপদের নাম পশ্চিমি ঝঞ্ঝা। একটি নয়, পরপর দুটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে রাজ্যে। ৪ থেকে ৬ জানুয়ারি ও ৭ থেকে ৯ জানুয়ারি পরপর দুটি পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে শীত। বাধা পাবে উত্তুরে হাওয়া। সোমবার থেকে ফের একটু একটু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
আরও পড়ুন-তিন ফরম্যাটেই অবসর হাফিজের