নয়াদিল্লি: চৃড়ান্ত ডামাডোলের মধ্যেই এশিয়ান গেমসে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। ক্লাবগুলো তারকা ফুটবলারদের ছাড়তে না চাওয়ায়, মূলত দ্বিতীয় সারির দল নিয়েই এশিয়াডে যাচ্ছে ভারত। ব্যতিক্রম একমাত্র সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ব্যক্তিগত উদ্যোগে নিজের ক্লাব বেঙ্গালুরু এফসিকে বুঝিয়ে এশিয়ান গেমস খেলতে যাওয়ার অনুমতি আদায় করেছেন সুনীল। তিনিই দলকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন-ফাইনালে শ্রীলঙ্কা
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক শীর্ষ কর্তা। তাঁর বক্তব্য, সুনীল (Sunil Chhetri) অনেক বড় মাপের ফুটবলার। কিন্তু ওর সঙ্গে এশিয়াডে শক্তিশালী দল পাঠানো সম্ভব হচ্ছে না। বাকিদের যখন ক্লাব ছাড়েনি, তখন সুনীল নিজেই এগিয়ে এসেছে। ওর কাছে দেশ সবার আগে। আমরাও জানতাম, সুনীল ঠিক এশিয়ান গেমস খেলতে যাবে। সেটাই হয়েছে। ও শুধু বড় ফুটবলারই নয়, বড় মাপের মানুষ।
ওই কর্তা বেঙ্গালুরু ক্লাবকেও ধন্যবাদ দিয়েছেন। তাঁর বক্তব্য, অন্য ক্লাবগুলো যখন ফুটবলার ছাড়েনি, তখন বেঙ্গালুরু ওদের সেরা ফুটবলারকে ছেড়েছে। এছাড়া রোহিত দানুকেও ছেড়েছে। সেই জন্য বেঙ্গালুরুকে ধন্যবাদ।