নয়াদিল্লি, ১ মার্চ : বিশ্ব ক্রীড়া মানচিত্রে কোণঠাসা হচ্ছে রাশিয়া। রুশদের থেকে দূরত্ব বাড়াচ্ছে সমস্ত ক্রীড়া সংস্থা। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিল আন্তর্জাতিক আলিম্পিক সংস্থা, জুডো ফেডারেশন এবং বিশ্ব তায়কোয়ান্ডো সংস্থা।
আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করেছে রাশিয়া। ফলে গোটা বিশ্ব জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ-ছাড়াও অতীতে রুশ সরকারের অলিম্পিকের বিভিন্ন নিয়ম ভঙ্গের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাশিয়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাঁরা রয়েছেন, তাঁদের কাছ থেকে যাবতীয় অলিম্পিক সম্মান প্রত্যাহার করে নেওয়া হল।’’
আরও পড়ুন-শৈলশহরে এসি কোচ টয়ট্রেনের
ইউক্রেনের ওপরে আক্রমণের কড়া নিন্দা করে বিশ্ব তায়কোয়ান্ডো সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইউক্রেনের ওপরে হামলার পুরোপুরি বিরোধিতা করছি আমরা। যুদ্ধের চেয়ে শান্তি সব সময়ই কাম্য। এই কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করে নেওয়া হল। ২০১৩ সালে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছিল।’’
আরও পড়ুন-ফুলেশ্বরী-জোড়াপানি নদীর সংস্কারের কাজ দ্রুত শুরু হবে, শিলিগুড়ি ফিরে পাবে গৌরব
রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে রুশ ক্লাব লোকোমোটিভ মস্কোর কোচের দায়িত্ব ছেড়েছেন মার্কাস গিসডোল। জার্মান কোচ বলেন, ‘‘আমি এমন একটা দেশের ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে চাই না, যে দেশের রাষ্ট্রনায়ক যুদ্ধ ঘোষণা করেছেন।’’ যদিও লোকোমোটিভ জানিয়েছে, তাঁকে ছাঁটাই করা হয়েছে।