স্নাতকোত্তর পড়ুয়াদের ফি মকুব মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : রাজ্যের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে পথ দেখাল কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের সমস্ত ফি মকুব করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের তরফে সে-কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, মার্কশিট বা গ্রেডশিট তোলা বা সেমেস্টার দেওয়ার জন্য কোনও ফি দিতে হবে না। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, অভিযুক্ত অধ্যাপক

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ফি মকুবের সিদ্ধান্তে উপকৃত হবেন স্নাতকোত্তরের সাড়ে ১২ হাজার পড়ুয়া। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “অতিমারিতে অনেক পরিবারের আয় কমেছে, অনেক ছাত্রছাত্রী অভিভাবক হারিয়েছেন। সে-কথা মাথায় রেখে আমরা সমস্ত ফি মকুব করছি।” উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ফি মকুবের দাবিতে পড়ুয়ারা আন্দোলনও করেন। তারপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এহেন বিজ্ঞপ্তিতে খুশি পড়ুয়ারা। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে লিখেছেন, ‘এই সময় সবার জন্য চেষ্টা করার সময়। কোভিড ১৯-এর কারণে আমরা যে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা মাথায় রেখে, কলকাতা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সেমিস্টারের টিউশন ফি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতিশীল নেতৃত্বে আমরা একসাথে এই যুদ্ধে জিতব!’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “অতিমারি পরিস্থিতিতেও আমরা গ্রন্থাগার আংশিকভাবে খুলে রেখেছি। ছাত্রছাত্রীরা অনেকে, যাঁরা বই ফেরত দিতে পারেননি, আমরা তাঁদের লেট ফাইন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Latest article