প্রতিবেদন : আগামী মঙ্গলবার (১২ এপ্রিল) এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে রয় কৃষ্ণদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার। কাগজে-কলমে পিছিয়ে থাকা ব্লু স্টারকে হালকাভাবে নিচ্ছেন না জুয়ান ফেরান্দো।
সবুজ-মেরুনের স্প্যানিশ কোচের বক্তব্য, ‘‘ব্লু স্টারকে খাটো করে দেখার প্রশ্নই নেই। আমি ওদের খেলার ভিডিও দেখেছি। দলটার পাসিং খুব ভাল। প্রেসিং ফুটবলেও দক্ষ। ধীরগতিতে খেলতে খেলতে হঠাৎ করেই আক্রমণ শানায়। আর তাতেই গোলের মুখ খুলে যায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’’ ফেরান্দো আরও বলেন, ‘‘নেপালের ক্লাবের বিরুদ্ধে শেষ ১০ মিনিট অবশ্য ব্লু স্টার খুব একটা ভাল খেলতে পারেনি। তাই অনেকেই ওদের দুর্বল ভাবতে পারেন। আমি কিন্তু তা মানছি না। হতে পারে দু’গোলে এগিয়ে যাওয়ার পর ওরা কিছুটা হালকা মেজাজে খেলেছে। পরের ম্যাচের কথা ভেবে নিজেদের উজাড় করে দেয়নি।’’
আরও পড়ুন-আরসিবি ড্রেসিংরুমে ফাফকে, সবাই শ্রদ্ধা করে : ম্যাক্সওয়েল
শ্রীলঙ্কার ক্লাবের লং বলং খেলার প্রবণতা। ডান প্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে বাঁ প্রান্তে সুইচ ওভার করার কৌশলও চোখ এড়ায়নি ফেরান্দোর। তাঁর মন্তব্য, ‘‘ওরা বিপক্ষ রক্ষণের মাথার উপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করে। ওদের স্টপার চামেরার খেলার ধরন অনেকটা আমাদের কার্ল ম্যাকহিউয়ের মতো। তাই ওদের সমীহ করতেই হবে। কারণ ওরা একটা দেশের সেরা ক্লাব।’’
আরও পড়ুন-শেষ আটে পা সিন্ধু-শ্রীকান্তের ছিটকে গেলেন লক্ষ্য
প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব দিলেও, ম্যাচ জেতার যাবতীয় অঙ্ক কষা শুরু করে দিয়েছেন বাগান কোচ। শ্রীলঙ্কান ক্লাবের ভিডিও দেখে তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে পুরোপুরি হোম ওয়ার্ক সেরে রেখেছেন। আগামী কয়েকটা দিন ধরে চলবে তারই অনুশীলন। ফেরান্দোর আপাতত লক্ষ্য, মঙ্গলবারের ম্যাচটা জেতা। তার পর ধাপে ধাপে এগোতে চান।
রয় কৃষ্ণদের কোচ আরও যোগ করেছেন, ‘‘আশা করছি, সেদিন মেরিনার্সরা স্টেডিয়াম ভরিয়ে দেবেন। ওদের সমর্থন আমাদের বাড়তি উদীপ্ত করবে। কথা দিচ্ছি, ওঁদের নিরাশ করব না।’’