আরসিবি ড্রেসিংরুমে ফাফকে, সবাই শ্রদ্ধা করে : ম্যাক্সওয়েল

বিরাট কোহলি নন, এবারের আইপিএলে ফাফ ডুপ্লেসির নেতৃত্বে খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলীয় তারকা গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দারুণ খেলেছিলেন।

Must read

মুম্বই, ৭ এপ্রিল : বিরাট কোহলি নন, এবারের আইপিএলে ফাফ ডুপ্লেসির নেতৃত্বে খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলীয় তারকা গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দারুণ খেলেছিলেন। এবার অবশ্য বিয়ের জন্য দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এখনও মাঠে নামেননি। তবে এরই মধ্যে নতুন অধিনায়কের লিডারশিপ কোয়ালিটি মন জয় করেছে ম্যাক্সওয়েলের।

আরও পড়ুন-শেষ আটে পা সিন্ধু-শ্রীকান্তের ছিটকে গেলেন লক্ষ্য

আরসিবির অস্ট্রেলীয় অলরাউন্ডারের বক্তব্য, ‘‘দলের ক্যাপ্টেন হিসেবে ফাফ দারুণ কাজ করছে। এর মধ্যেই ড্রেসিংরুমে সবার শ্রদ্ধা আদায় করে নিয়েছে। দলের নেতা হিসেবে ফাফ শুধু সামনে দাঁড়িয়েই নেতৃত্ব দেয় না, পারফর্মও করে। আমরা সবাই ওর নেতৃত্ব দারুণ উপভোগ করছি।’’ আমাদের টিমে সিনিয়ররাও ওর সঙ্গে সহযোগিতা করছে। টপ অর্ডারের ফাফে উপস্থিতি আমাদের দলের শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি, এই দলটার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় রসদ মজুত রয়েছে।’’

আরও পড়ুন-বের করা হল নরির মাথার প্লেট ৬০ বছর পর …

আগের ম্যাচেই আরসিবিকে উত্তেজক জয় উপহার দিয়েছেন দীনেশ কার্তিক। ২০১৩ সালে কার্তিকের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন ম্যাক্সওয়েল। বেশ কয়েক বছর পর পুরনো সতীর্থকে পাশে পেয়ে খুশি অস্ট্রেলীয় তারকা বলছেন, ‘‘কার্তিক আমার পুরনো বন্ধু। ৯ বছর পর আবার আমরা একই ড্রেসিংরুম শেয়ার করছি। আগের ম্যাচে ওর পারফরম্যান্সে আমি উত্তেজিত। আমাদের ব্যাটিং লাইন আপে যে গভীরতা রয়েছে, সেটা কার্তিক প্রমাণ করেছে।’’

Latest article