বের করা হল নরির মাথার প্লেট ৬০ বছর পর …

চার্লি গ্রিফিতের বাউন্সার সজোরে আছড়ে পড়েছিল তাঁর মাথায়। ক্রিকেটের বাইশ গজ থেকে সোজা হাসপাতালে যেতে হয়েছিল নরি কন্ট্রাক্টরকে।

Must read

মুম্বই, ৭ এপ্রিল : চার্লি গ্রিফিতের বাউন্সার সজোরে আছড়ে পড়েছিল তাঁর মাথায়। ক্রিকেটের বাইশ গজ থেকে সোজা হাসপাতালে যেতে হয়েছিল নরি কন্ট্রাক্টরকে। তাঁকে বাঁচানোই খুব কঠিন ছিল। কিন্তু চিকিৎসকদের পারদর্শীতায় এবং তৎকালীন ভারত অধিনায়কের অসম্ভব মনের জোর মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে তাঁকে। তবে ১৭ মার্চ, ১৯৬২ সালের এই দুর্ঘটনায় গুরুতর জখম নরির মাথায় বসানো হয় একটি টাইটেনিয়াম প্লেট। দীর্ঘ ৬০ বছর ধরে সেই ধাতুর প্লেট মাথার মধ্যে থাকার পর অবশেষে তা বার করা হল বুধবার। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের চেষ্টায় সফল অস্ত্রোপচারের পর এই অভাবনীয় ঘটনা ঘটল। নরি-পুত্র হোশেদর কন্ট্রাক্টর অস্ত্রোপচারের পর বাবার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অস্ত্রোপচারের পর ভাল আছেন ৮৮ বছরের নরি।

আরও পড়ুন-কামিন্সের এই খেলা দেখব ভাবিনি : রোহিত

১৯৬২ সালে ভারত সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের আগুনে বোলিং সামলাতে হলেও সেই সময় মাথায় হেলমেট পরার চল ছিল না। গ্রিফিতের বাউন্সারে জীবন সংশয় হয়ে যায় নরির। চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন মাথায় প্লেট বসানোর।
অভিশপ্ত সেই সফরের পর আর দেশের হয়ে টেস্ট খেলা হয়নি নরির। ১৯৫৫ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতের হয়ে ৩১ টেস্ট খেলেছেন। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। একটি সেঞ্চুরি-সহ রান করেছেন ১৬১১। প্রাক্তন বাঁ-হাতি এই ভারতীয় ওপেনার ওই ঘটনার পরও মাঠে ফিরেছেন। ১৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেই সময় ভারতের সফল ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম ছিলেন নরি কন্ট্রাক্টর।

Latest article