কামিন্সের এই খেলা দেখব ভাবিনি : রোহিত

‘ইয়ার সাউন্ড তো বাড়হাও’— টানা তিন হারের পর কেকেআর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনিষ্ঠানে এসে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন রোহিত শর্মা।

Must read

পুণে, ৭ এপ্রিল : ‘ইয়ার সাউন্ড তো বাড়হাও’— টানা তিন হারের পর কেকেআর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনিষ্ঠানে এসে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন রোহিত শর্মা। কামিন্স-ঝড়ের ধাক্কায় তখন রীতিমতো বেসামাল মুম্বই ইন্ডিয়ান্স শিবির। অধিনায়ক রোহিতের গলায় ঝরে পড়ল একরাশ হতাশা। অত্যন্ত বিরক্তির সঙ্গেই বলে দিলেন, ‘‘১৫ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। কিন্তু যেভাবে প্যাট কামিন্স খেলল, শেষ কয়েক ওভারের মধ্যে যেভাবে ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল, সেটা হজম করা কঠিন।’’ পরক্ষণেই সতীর্থদের বার্তা দিয়ে শুনিয়ে দিলেন, ‘‘আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’’

আরও পড়ুন-জ্বালানির দাম বাড়ায় দেশে বিদ্রোহের মতো পরিস্থিতি, কেন্দ্রকে দুষে দাবি বিজেপি সাংসদের

পর পর হারে যেন দিশাহীন মুম্বই ক্যাপ্টেন। কামিন্সের ম্যাচ নিয়ে চলে যাওয়াটা বিশ্বাস করতে পারছেন না রোহিত। হতাশার সুরে বললেন, ‘‘ভাবতে পারিনি কামিন্স এমন ব্যাটিং করবে! ওর কাছ থেকে এটা প্রত্যাশা ছিল না। যেভাবে কামিন্স খেলেছে তাতে পুরো কৃতিত্ব ওকে দিচ্ছি।’’
মুম্বই শুরুর ৬ ওভারে মাত্র ৩৫ রান করেছে। পাওয়ার প্লে-র ব্যাটিং নিয়েও সন্তুষ্ট নন রোহিত।

আরও পড়ুন-টাকা দিয়ে ভোট কিনেছে ​বিজেপি

বলেছেন, ‘‘ব্যাট হাতে আমরা শুরুটাও ভাল করতে পারিনি। তবু শেষ চার ওভারে রান তুলে ১৬০-এর উপর স্কোর করতে পারাটা খুব ভাল ব্যাপার। কিন্তু আমাদের শুরুর পাওয়ার প্লে কাজে লাগাতে হবে।’’ মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে মনে করছেন দল শেষ পর্যন্ত ম্যাচ জেতার জন্য আগ্রাসী মনোভাব দেখাতে পারছে না। প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক বলেন, ‘‘ম্যাচ জেতার জায়গা থেকে আরও বেশি মরিয়া হতে হবে। অনেক বেশি নির্মম হতে হবে। এই জায়গায় আমাদের একটু খামতি থাকছে।’’

Latest article