উৎসবের আবহ

জেলায় উৎসবের আবহে দশম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীরা একশো শতাংশ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Must read

সংবাদদাতা, নদিয়া : জেলায় উৎসবের আবহে দশম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীরা একশো শতাংশ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় শান্তিপূর্ণভাবেই মনোনয়ন জমা পড়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। ১৮ ব্লক এলাকায় কার্যালয় খুলে পঞ্চায়েত ভোটের কাজকর্ম শুরু হয়েছে। দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে ইতিমধ্যে ছোট ছোট ঘরোয়া সভা শুরু করে দিয়েছে।

আরও পড়ুন-৮০ সেকেন্ডেই মেসির গোল

তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রার্থীর ক্ষেত্রে তারুণ্যকে অগ্রাধিকার দেওয়া হলেও নবীন এবং প্রবীণের সমন্বয় করেই জেলায় তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের আসরে অবতীর্ণ হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলায় এবারে ভাল ফলের আশাবাদী দেবাশিস। জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি চরম বঞ্চনার বিরুদ্ধে জেলার মানুষ ভোটে রায় দেবেন। বিশেষ করে গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখবার জন্য জেলার মানুষ ভীষণ ক্ষুব্ধ, যার ব্যালটে প্রতিফলন ঘটবে।

Latest article