কোভিডে বাতিল টেস্ট জুলাইয়ে খেলা হবে এজবাস্টনে: ইসিবি

Must read

লন্ডন, ২২ অক্টোবর : কোভিডের কারণে বাতিল হয়ে গিয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট। শেষ টেস্ট হওয়ার কথা ছিল ম্যাঞ্চেস্টারে। স্থগিত হয়ে যাওয়া সেই টেস্ট ম্যাচ হতে চলেছে আগামী বছর জুলাই মাসে। তবে ম্যাঞ্চেস্টারের পরিবর্তে তা হবে এজবাস্টনে। শুক্রবার বিবৃতি দিয়ে জানাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন : অগ্নিগ্রাসে মুম্বইয়ের বহুতল

অসমাপ্ত টেস্ট সিরিজে বিরাট কোহলির ভারত এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। কিন্তু ভারতের ফিজিও যোগেশ পারমারের করোনা ধরা পড়ায় সেই টেস্ট স্থগিত হয়ে যায়। ক্রিকেটাররা ইংল্যান্ড থেকে দুবাইয়ে আইপিএল খেলতে চলে আসেন। প্রসঙ্গত, তার আগেই ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও বোলিং কোচ ভরত অরুণ করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। এদিন এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘‘ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। শেষ টেস্ট হবে এজবাস্টনে। শুরু হবে ২০২২-এর ১ জুলাই।’’ বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুটদের বোর্ড।

Latest article