অগ্নিগ্রাসে মুম্বইয়ের বহুতল

Must read

নিজস্ব প্রতিনিধি : ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ মুম্বইয়ের ৬০ তলার আকাশচুম্বী বহুতলে। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের লালবাগ এলাকায় অভিজ্ঞা পার্ক সোসাইটির ৬০ তলা বহুতল আবাসনটিতে আগুন লাগে। আগুন প্রথম লেগেছিল ১৯ তলায়। কিছুক্ষণের মধ্যেই অগ্নিবলয় আবাসনের ১৭ তলা থেকে ২৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩০টি ইঞ্জিন।

বহুতলে আগুন লাগার পর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ভিতরে আটকে পড়া লোকজনের মধ্যে তখন প্রাণ বাঁচানোর হুড়োহুড়ি। ওই সময় বহুতলের নিরাপত্তারক্ষী যুবক আগুন থেকে বাঁচতে নেমে আসেন কার্নিশে।

আরও পড়ুন : সহ-সভাপতি ফালেরিও ঘোষণা অভিষেকের

হঠাৎই তাঁর হাত পিছলে যায়। ১৯ তলা থেকে সটান নিচে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু। মর্মান্তিক এই দৃশ্য শিউরে ওঠার মতো।

মুম্বইয়ের মিউনিসিপ্যাল কমিশনার ইকবাল সিং চাহাল, বলেছেন, এদিন বিকেল ৩টে নাগাদ ওই বিল্ডিংয়ের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে ওই বাড়িটি ঠান্ডা করার কাজ শুরু হয়েছে। কীভাবে এই বহুতলে ভয়ঙ্কর আগুন লাগল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত অরুণ তিওয়ারির পরিচয় জানা গিয়েছে। বছর তিরিশের অরুণ ওই বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী ছিলেন। এদিনের অগ্নিকাণ্ডে ৩১জন জখম হয়েছেন। আহতদের বান্দ্রা ও দাদারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে প্রাথমিক চিকিৎসার পর এদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই বিল্ডিংটি নির্মীয়মাণ হওয়ায় সেখানে কোনও বাসিন্দা ছিল না। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, ওই বিল্ডিংয়ে আর কেউ আটকে আছেন কি না তা খুঁজে দেখা হচ্ছে। যদিও রাত পর্যন্ত নতুন করে কারও খোঁজ মেলেনি। ওই বিল্ডিংয়ে কোনও বাসিন্দা না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে। তবে এতবড় অগ্নিকাণ্ডের পিছনে নির্মাণগত কোনও ত্রুটি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।

Latest article