ড্রোন ধ্বংস নিয়ে কথা কাটাকাটি আমেরিকা-রাশিয়ার

ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দুদিন আগে কৃষ্ণসাগরের বুকে রুশ যুদ্ধ বিমানের হামলায় ধ্বংস হয়েছে একটি মার্কিন ড্রোন

Must read

প্রতিবেদন : ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দুদিন আগে কৃষ্ণসাগরের বুকে রুশ যুদ্ধ বিমানের হামলায় ধ্বংস হয়েছে একটি মার্কিন ড্রোন। বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। জানা গিয়েছে, এই টেলিফোনে বাক্যালাপ যথেষ্ট উত্তেজনা পূর্ণ পর্যায়ে পৌঁছে যায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।

আরও পড়ুন-মহারাষ্ট্রে বন্ধ ফ্ল্যাট থেকে মিলল বাঙালি দম্পতি-সহ শিশুর দেহ

ড্রোন ধ্বংস নিয়ে তাঁদের মধ্যে যথেষ্ট উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনেই তাঁরা ড্রোন নজরদারি চালান। আন্তর্জাতিক আইন মেনেই ড্রোন এমকিউ-৯ উড়ছিল। রুশ যুদ্ধবিমান অকারণে ড্রোনটির উপর হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই বলেছেন, রাশিয়ার উপর অত্যাধিক নজরদারি চালানোর এই পরিণাম। অন্যদিকে, পুতিন এদিন দেশের যুদ্ধ বিরোধীদের কড়া হুমকি দিয়েছেন। পুতিন বলেছেন, দেশে যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Latest article