সংবাদদাতা, কালনা : আদি বনাম নব্য, বিজেপির তুমুল গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কালনার নিভুজি মোড় এলাকা। বিজেপি জেলাসভাপতির অপসারণের দাবিতে পুড়ল কুশপুতুল। বাঁশ, রড, লাঠি নিয়ে একে অপরকে মারধরের ঘটনায় উভয়পক্ষের প্রায় ১২ জন আহত। ২ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজোতেও থিমের জোয়ারে ভাসছে অশোকনগর
দিনের ব্যস্ত সময়ে বিজেপি কর্মীদের এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেককেই বলতে শোনা যায়, ক্ষমতায় না এসেই যারা এত উগ্র রূপ দেখাতে পারে, তারা ক্ষমতায় এলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালনা থানার পুলিশ।
আরও পড়ুন-দিনের বেলায় ডাক্তার, রাতে মৃৎশিল্পী ভদ্রেশ্বরের বিপ্লবেন্দু
বিজেপির আক্রান্ত কর্মী বিশ্বজিৎ মণ্ডল, দীপক বিশ্বাসের অভিযোগ, টাকা খেয়ে বিজেপির কাটোয়া জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় পুরনো কর্মীদের বাদ দিয়ে দল চালাচ্ছেন। স্বজনপোষণ চলছে। মোটা টাকার বিনিময়ে পদ দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে তাঁর নেতৃত্বে পেটোয়া লোকজনেরা হামলা চালায়।
গোপালের দাবি, যারা দলের জেলাসভাপতির কুশপুতুল পোড়ায় তারা বিজেপি হতে পারে না।
আরও পড়ুন-প্রাপ্য না দেওয়ার নয়া বাহানা কেন্দ্রের
পূর্ববর্ধমান জেলা তৃণমূল মুখপাত্র তথা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, শুধু কালনা বলে নয় গোটা রাজ্যেই এই অবস্থা বিজেপির। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এখনও ক্ষমতায় নেই, তাতেই এই অবস্থা। ক্ষমতায় এলে তো মানুষের টেকা দায় হয়ে উঠবে। ওদের আদি বনাম নব্যের লড়াই দীর্ঘদিনের। আমরা চাইব শুভবুদ্ধির উদয় হোক।