প্রাপ্য না দেওয়ার নয়া বাহানা কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। শুধু তাই নয় গত কয়েক মাসে একের পর কেন্দ্রীয় টিম পাঠিয়েছে।

Must read

প্রতিবেদন : রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। শুধু তাই নয় গত কয়েক মাসে একের পর কেন্দ্রীয় টিম পাঠিয়েছে। তারপরেও বকেয়া দেয়নি বিজেপি সরকার। যার জেরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা-দিল্লিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল।

আরও পড়ুন-দিনের বেলায় ডাক্তার, রাতে মৃৎশিল্পী ভদ্রেশ্বরের বিপ্লবেন্দু

বাংলা থেকে বঞ্চিতদের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গ্রামোয়ন্নয়ন দফতর ও প্রধানমন্ত্রীর দফতরে। কাজ হয়নি। এবার টাকা না দেওয়ার নতুন ফন্দি আঁটল কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসঙ্গতির অভিযোগ তুলে ফের কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উপসচিবের পাঠানো ঐ চিঠিতে গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের জেলাভিত্তিক কয়েকটি কথা তুলে ধরে রাজ্য সরকারকে সংশ্লিষ্ট বিষয়ে গৃহীত পদক্ষেপ বা অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজোতেও থিমের জোয়ারে ভাসছে অশোকনগর

রাজ্যে আবাস প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এক প্রতিনিধি গত মার্চ মাসে রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করে। তাদের রিপোর্টের ভিত্তিতেই এই চিঠি বলে জানানো হয়েছে। চিঠিতে রাজ্যের তিন জেলা কালিম্পং, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় আবাস যোজনার কাজে বেশ কিছু অসংগতির কথা। উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, চিঠির বয়ানে পরিষ্কার যে কেন্দ্র এখন টাকা না দেওয়ার আবার নতুন একটা ছুতো খুঁজে বের করতে চাইছে।

আরও পড়ুন-এসএসসি মামলা ছাড়লেন বিচারপতি

লোগো-সহ অদ্ভুত সব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। এগুলো তুলতে কেন পাঁচ মাস সময় লাগলো। আসলে আমরা এই ইস্যুতে যে আন্দোলন শুরু করেছে তাতে ওরা ভয় পেয়েছে। তাই বাংলার প্রতি বঞ্চনাকে সঠিক বলে তুলে ধরতেই চিঠি দেওয়ার নাটক করছে। এতদিন ছুটি ছিল। অফিস খুললে আমরা চিঠির বয়ান খতিয়ে দেখে প্রয়োজনে উত্তর দেব।

Latest article